শ্রীলঙ্কার বিপক্ষে আজ (বৃহস্পতিবার) থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের দুঃখ না ভুলতেই তারা সংক্ষিপ্ত সংস্করণে মুখোমুখি হতে যাচ্ছে। যদিও আগের দুই ফরম্যাটে হারের রেশ কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় লিটন দাসের দল। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। 

ক্যান্ডির এই ভেন্যুতে ২০১৩ সালের মার্চে একমাত্র টি–টোয়েন্টিটি খেলে হেরেছিল বাংলাদেশ। তবে এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে পাঁচটি টি–টোয়েন্টি খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ, বিপরীতে শ্রীলঙ্কা দুটি জয় পেয়েছে। ফরম্যাটটিতে দুই দল সবমিলিয়ে লড়েছে ১৭ বার। এর মধ্যে বাংলাদেশ ৬ এবং লঙ্কানরা বাকি ১১ ম্যাচ জিতেছে। 

এবারের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ফেভারিটের তকমা দিয়েছেন স্বাগতিক শ্রীলঙ্কাকে। আলোচনা চলছে প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশ নিয়ে। ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে। তিন নম্বরে ব্যাটিং করবেন অধিনায়ক লিটন দাস। এরপর যথাক্রমে তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী ও রিশাদ হোসেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। 

এসএইচ/এএইচএস