ওয়েস্ট ইন্ডিজ সফরে এখন টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। লাল বলের খেলা শেষে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। আসন্ন এই সিরিজের জন্য গত মাসে ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (এসএ)। সেই দলে এবার পরিবর্তন আনলো অজিরা।

টি-টোয়েন্টি সিরিজের দলে দুটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। দুই পেসার স্পেন্সার জনসন ও জস হ্যাজলউডকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মূলত আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতির জন্য দেশে ফিরে যাবেন হ্যাজলউড। আর জনসন পিঠের চোটে ভুগছেন।

এই দুই পেসাররের জায়গায় সুযোগ পেয়েছেন ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ক ও পেসার জাভিয়ার বার্টলে। ক্রিকেট অস্ট্রেলিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এই দুই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।

টেস্ট সিরিজ শেষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। জ্যামইকার কিংস্টনেই আগামী ২০ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড:

মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস,নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জাভিয়ার বার্টলে, জশ ইংলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, অ্যাডাম জ্যাম্পা।

এইচজেএস