চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা রয়েছে এশিয়া কাপ। তবে এই এশিয়া কাপের কিছু বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঝুলে আছে। ২৪ জুলাইয়ের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা।

কিছুদিন আগে এসিসি সভা বাংলাদেশ থেকে সরিয়ে নিতে আহ্বান জানিয়েছিল ভারত। তবে এবার জানা গেল ভারত না এলেও এসিসি সভা বাংলাদেশেই হবে। এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিঠু বলেছেন, ‘আমরা ঢাকায় এসিসির নির্বাহী সভা আয়োজনের সব প্রস্তুতি নিচ্ছি। সভাটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আশা করছি, সভায় (সদস্য দেশের) সবাই উপস্থিত থাকবে।’ 

রত অংশ নেবে কি না এমন প্রশ্নে মিঠু বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধি আসবেন কি না, তা এখনই নিশ্চিত নয়। এটি তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আমরা তাদের উপস্থিতির বিষয়ে আশাবাদী। যদিও না আসেন, ভার্চুয়ালি যুক্ত হওয়ার সুযোগ তাদের জন্য থাকছে।’

এসএইচ/এইচজেএস