বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সরব উপস্থিতি থাকলেও অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। দেশের জার্সিতে অনেকেই তার শেষটা দেখে ফেলেছেন। অবশ্য বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছেন, সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা।

চলতি মাসেই ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে সাকিবের প্ল্যাকার্ডসহ মাঠে উপস্থিত হতে পারবেন কি দর্শকরা? আজ রোববার এমন প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল বিসিবি পরিচালক মাহবুব আনামের কাছে। এমন প্রশ্ন জানতে চাওয়ার কারণও আছে।

গত বিপিএল বা অন্য সিরিজের সময় সাকিবের নাম বা ছবিসহ কোনো কিছু মাঠে থাকতে দেয়া হয়নি। এবারের সিরিজে থাকবেন কি না সেটাই প্রশ্ন ছিল।

এমন প্রশ্নের জবাবে মাহবুব বলেন, 'বিসিবি সকল ক্রিকেটারকে সম্মান জানায়। আমাদের অনার্স বোর্ডে সকলের নাম রয়েছে। আমরা যে ২৫ বছর পূর্তি করেছি সেখানে এমন কোনো ক্রিকেটার নেই যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে, তার ছবি ছিল না। এটাই প্রমাণ করে আমরা কিভাবে তাদের শ্রদ্ধা জানাতে চাই।'

এসএইচ/এইচজেএস