শেষের পথে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। আগামীকাল (বুধবার) টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা রয়েছে। 

সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন আত্মবিশ্বাসের কথা। একইসঙ্গে শামীম-জাকেরের ওপর বাড়তি দায়িত্বের কথাও বললেন। 

সালাউদ্দিন বলছিলেন, 'সবশেষ ম্যাচ আমরা যেভাবে খেলেছি, তাতে মনে হয়েছে ছেলেরা ভালো মোমেন্টাম পেয়েছে এবং আত্মবিশ্বাসও আমাদের আছে। আশা আছে শেষটা যেন ভালোভাবে করতে পারি। আমরা ভালো খেলার চেষ্টা করব। এই মুহূর্তে নতুনভাবে ভাবনার কিছু নেই। যে পরিকল্পনা নিয়ে খেলছি সেভাবেই খেলার চেষ্টা করব। মিডল অর্ডারে ভালো করলে আমরা সফলতা পাবো। আমাদের মিডল অর্ডারের ওরকম খেলোয়াড় বেঞ্চে নেই।'

'প্রথম ম্যাচে ওভাবে খেলানোর মতো অপশন আমাদের ছিল না। জাকের চোটে ছিল। পরিকল্পনা যা ছিল ঐ অনুযায়ী গিয়েছিলাম, কিন্তু হয়নি। আমরা সবসময় চাই জাকের এবং শামীম শেষ করবে ম্যাচ, তাদের ওপরে এমন দায়িত্ব দেওয়া যাবে না যেখানে দাঁড়িয়ে তাদের ইনিংস মেরামত করতে হয়। তারা যেন নিশ্চিন্তে খেলতে পারে।'

একাদশ নিয়ে সালাউদ্দিন বললেন, 'কোনো দলই চায় না উইনিং কম্বিনেশন ভাঙতে। কিন্তু আমাদের খেলোয়াড়দের দিকে তাকাতে হবে। অনেকে ইনজুরি থেকে আসছে। তাদের কাজের চাপের দিকে আমাদের খেয়াল করতে হবে। তাদের ফিট রাখাটা জরুরি। যেভাবে টানা সূচি ছিল, সেখানে প্রতিদিন ম্যাচ খেলানো কঠিন। সবকিছু ভারসাম্য করে চলতে হয়, এটা হয়তো বাইরে থেকে ওভাবে বোঝা যায় না। খেলোয়াড়দের নিরাপত্তা দিতে হবে। তাসকিনকে যদি টানা খেলানো হয়, সে একটা বড় ইনজুরি থেকে এসেছে, একটা ম্যাচ খেলানোর জন্য দেখা গেল আবার তাকে এক বছর বসে থাকতে হচ্ছে।'

পরে শ্রীলঙ্কাকে হারানো নিয়ে সালাউদ্দিন বলেন, 'সিরিজটা শেষের দিকে। প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করার আগে শেষ ম্যাচে কী করেছি সেটি অতটা গুরুত্বপূর্ণ না। এই ম্যাচে আমরা যেন শ্রীলঙ্কাকে হারাতে পারি এই পরিকল্পনা নিয়ে নামতে হবে, এটাই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদের যে ধরণের অস্ত্র নিয়ে নামা দরকার আমরা সেটি করব।'

এসএইচ/এফআই