বাংলাদেশ নারী ক্রিকেট দল ফাইল ছবি/গেটি ইমেজ

চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টটির আগে অফিসিয়াল দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কা জাতীয় দল ও শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে টাইগ্রেসরা। 

আজ (মঙ্গলবার) নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলই প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ম্যাচগুলো ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। তবে মাঝের এই দুই মাসে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশের মেয়েরা।  

বিদেশি দলের বিপক্ষে খেলতে না পারলেও নিজেদের মধ্যে নিয়মিত ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতিরা। নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন ঢাকা পোস্টকে বলছিলেন, 'দল এখন সিলেটে ক্যাম্প করছে। আগামী ২৯ জুলাই ঢাকায় আসবে, তারপর একটা ছোট ব্রেক রয়েছে। পরবর্তীতে আগস্টের ৮ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত আবার ক্যাম্প রয়েছে।'

'ওই ক্যাম্পের পর আমরা একটা টুর্নামেন্ট খেলব চ্যালেঞ্জ সিরিজ। মেয়েদের ভেতর থেকে দুইটা দল করব, আর অনূর্ধ্ব ১৫ থেকে একটা দল হবে। সবমিলিয়ে তিনটা দল হবে, ট্রাইনেশনের মতো। এই ম্যাচগুলো সব বিকেএসপিতেই হবে। এগুলো শেষ হওয়ার পরে আমরা আবার একটা স্কিল ক্যাম্প করব। তারপর আবার হয়তো কিছু ম্যাচ খেলব। পরে সেপ্টেম্বরের ২০ তারিখের দিকে আমরা যাব শ্রীলঙ্কাতে বিশ্বকাপ খেলতে। মূল ম্যাচের আগে তো আমরা দুইটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারবো।'-যোগ করেন শিপন।

সেক্ষেত্রে বিশ্বকাপের দল ঘোষণা কবে হবে এমন প্রশ্নের জবাবে শিপন বললেন, 'সেপ্টেম্বরে ১০ তারিখের আগে বা পরে এরকম সময়ে আমরা দল ঘোষণা করব। এমনটাই চিন্তা ভাবনা করেছি। তার আগে অবশ্য আইসিসিতে দল পাঠিয়ে দেব, পরে যাওয়ার আগে আনুষ্ঠানিক দল ঘোষণা হবে।'

এসএইচ/এফআই