সোহানকে ভালো অধিনায়ক আখ্যা দিয়ে ফাহিম, ‘আমিও ওর ভক্ত’
দেশের ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে চলেছেন নুরুল হাসান সোহান। বিপিএল, ডিপিএল কিংবা এ দলসহ অন্য যে টুর্নামেন্ট সবখানেই রান করছেন তিনি। পাশাপাশি অধিনায়ক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সোহান। বর্তমানে গ্লোবাল সুপার লিগে খেলছে রংপুর রাইডার্স। দলটির নেতৃত্বে রয়েছেন সোহান।
প্রথম দুই ম্যাচ জিতে ফাইনালের পথেই রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ঘরোয়াতে ভালো করলেও জাতীয় দলের হয়ে দেখা যাচ্ছে না সোহানকে। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানালেন, সোহানের ওপর চোখ রয়েছে নির্বাচকদের।
বিজ্ঞাপন
আজ বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম বলছিলেন, 'অবশ্যই সোহান খুবই ভালো ক্যাপ্টেন, খুবই ভালো প্লেয়ার, ভালো লিডার, ভালো মোটিভেটর। আমি সবসময় ওকে খুব হাইলি রেট করি এবং আমি একজন ফ্যানও ওর। দারুণ একজন ক্রিকেটার এবং তার দিকে আমাদের নির্বাচকদের খুব ভালো চোখ আছে।'
বিজ্ঞাপন
পরে সোহানের জিএসএলে খেলা নিয়ে ফাহিম জানান, 'আমি আনন্দিত যে সে এই টুর্নামেন্টটা খেলছে এবং ভালো একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছে সবাই। এটা কিন্তু শুধু ওইখানে না, আমাদের জাতীয় দল গঠনের ক্ষেত্রেও কাজে আসবে এদের এই অভিজ্ঞতাটা। যেটা আমরা দেখলাম ওখানে যেসব পারফরম্যান্স আমরা দেখেছি, সেটা আমাদের জাতীয় দল গঠনের ক্ষেত্রেও এটা খুব কাজে আসবে।'
এসএইচ/এফআই