আগামী আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। তবে ভারতের আপত্তির কারণে সাদা বলের সেই সিরিজটি স্থগিত হয়ে গেছে। আগামী বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে সিরিজটি। 

ভারত না আসায় আগামী আগস্টে কোনো আন্তর্জাতিক খেলা থাকছে না বাংলাদেশ দলের। ফাঁকা এই সময়ে নিজেদের পরিকল্পনার কথা জানাল বিসিবি। 

আজ (বুধবার) গণমাধ্যমকে ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘আমরা ভেবেছিলাম, ওই সময়টায় আমরা ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারি কি না। এর আগেও আমরা এ রকম করেছি। “এ” দলের সঙ্গে খেলেছিল জাতীয় দল। সে রকম একটা কিছু। এটা ছিল আমাদের আগের পরিকল্পনা।’

ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিম।

এরপর নতুন পরিকল্পনা নিয়ে ফাহিম বলেন, ‘এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সঙ্গে আমরা খেলতে পারি কি না বা বাইরে কোথাও গিয়ে খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কি না, কোনো সুযোগ পাওয়া যায় কি না। সে জিনিসগুলো আমরা দেখছি। যদি সুযোগ না হয়, তাহলে আমরা ইন্টারনালি হয়তো খেলব।’

এশিয়া কাপের আগে পূর্ণ দল নিয়ে ফাহিম জানান, ‘এশিয়া কাপের (এ বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা) আগে একটা কমপ্লিট দল চাইব। সেখান থেকে খুব বেশি পরিবর্তন আমরা চাইব না। যদি খুব বেশি প্রয়োজন হয়, সেটা ভিন্ন কথা। তবে আমরা বিশ্বকাপ পর্যন্ত চাইব একটা ধারাবাহিকতা যেন থাকে এবং অপ্রয়োজনীয় পরিবর্তন যেন না আসে। পরীক্ষা নিরীক্ষার বিষয় যেন না আসে। কারণ, একটু স্ট্যাবল হওয়ারও প্রয়োজন আছে। আশা করব, খুব বেশি পরীক্ষা নিরীক্ষা হবে না।’

এসএইচ/এফআই