আসালাঙ্কার মতে লঙ্কানদের ম্যাচ থেকে ছিটকে দেন যে বাংলাদেশি
শেখ মেহেদির বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন চারিথ আসালাঙ্কা
দ্বিতীয় ওয়ানডে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ফরম্যাটটিতে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু লঙ্কান ভূমিতে প্রথম সিরিজ জয়ের সেই সুযোগ টাইগাররা কাজে লাগাতে পারেনি। একই দৃশ্যপট তৈরি হয় টি-টোয়েন্টিতেও। যেখানে শেষ দুটি ম্যাচ জিতে প্রথমবার সিরিজ জিতে ইতিহাস গড়ল লিটন দাসের দল।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শেখ মেহেদীর বোলিং তোপে বড় পুঁজি পায়নি লঙ্কানরা। ১৩২ রান তোলার পর বাংলাদেশ তাদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। দল বড় সংগ্রহ না পাওয়ায় ম্যাচ শেষে আফসোস ঝরেছে শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কার কণ্ঠে। তিনি শেখ মেহেদীর ৪ ওভারে ৪ উইকেটের কথা উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন
আসালাঙ্কা বলেন, ‘আসলে আমি চাইব বাংলাদেশকে কৃতিত্ব দিতে, বিশেষ করে বোলারদের। মেহেদী অনেক ভালো বল করেছে। তারা দারুণ ফিল্ডিং করেছে। অনেক ভালো লড়াই করেছে। অন্যদিকে আমরা অনেক ভুল করেছি। টি-টোয়েন্টি ম্যাচে আমরা এত বেশি ভুল করতে পারি না, কারণ এটি দ্রুততম ফরম্যাট। আমাদের ভালো দল হতে হলে ভুলের সংখ্যা কমাতে হবে।’
বিজ্ঞাপন
টস জিতে আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমিও উইকেট বুঝতে কিছুটা ভুল করেছি, এজন্যই আমি আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিশেষ করে মেহেদী সত্যিই ভালো বল করেছে। দেখে মনে হচ্ছিল ট্র্যাকে স্পিন আছে এবং একইসঙ্গে ব্যাটসম্যানরাও কিছু বাজে সিদ্ধান্ত নিয়েছিল। আমি মনে করি এর জন্যই আমাদের ম্যাচটি হারাতে হয়েছে। প্রথমত, আমি মনে করি মেহেদীর বোলিং আমাদের খেলা থেকে ছিটকে দিয়েছে এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে তানজিদ এই ট্র্যাকে একটি অসাধারণ ইনিংস খেলেছে এবং সে সত্যিই ভালোভাবে পাল্টা আক্রমণ করেছে।’
প্রসঙ্গত, আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন পাথুম নিশাঙ্কা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন শেখ মেহেদি। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তানজিদ হাসান তামিম।
এসএইচ/এএইচএস