প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে মোহাম্মদ নবিকে স্বাগত জানালেন ছেলে
ছেলে হাসান ইসাখিলের সঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবির। গত ফেব্রুয়ারিতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার আগে সেই স্বপ্ন পূরণের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। এবার দুজনের দেখা হয়ে গেল প্রতিপক্ষ হিসেবে। বাবা মোহাম্মদ নবির প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকিয়ে তাকে স্বাগত জানিয়েছেন ছেলে। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
গত মঙ্গলবাল কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে ঘরোয়া প্রতিযোগিতা শাপাগিজা ক্রিকেট লিগে আমো শার্কসের মুখোমুখি হয় নবির দল এমআইএস আইনাক নাইটস। প্রথম ইনিংসের নবম ওভারে নবি বল করতে আসেন। তখন ব্যাটিং স্ট্রাইকে ছিলেন ছেলে হাসান। গত মাসে ১৮ বছরে পা দেওয়া হাসান খেলছিলেন ৩৪ রানে (২৩ বলে)। আর বাবার গুড লেংথে ফেলা প্রথম ডেলিভারিকে হাসান বিশাল ছক্কায় পরিণত করেন।
বিজ্ঞাপন
বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকেন নবি। আর হাসানও সতীর্থের সঙ্গে হাত মেলাতে এসে বাবার দিকে তাকিয়ে হেসে ওঠেন। ওই মুহূর্ত উপভোগ করেছেন ধারাভাষ্যকাররাও। উচ্ছ্বাসে ফেটে পড়ে এক ধারাভাষ্যকার বলেন, ‘সবচেয়ে সেরা উপায়ে সে নবিকে স্বাগত জানাল।’ আরেকজনের ভাষ্য, ‘কী দুর্দান্ত মুহূর্ত। তোমার বাবা বল করছে। আর প্রথম বলেই ছক্কা মেরে দিলে। (হাসান যেন বলছে) তুমি আমার বাবা। মাঠের বাইরে তোমায় আমি শ্রদ্ধা করি। কিন্তু (মাঠে) তুমি আমাকে এরকম বল করলে সীমানাছাড়া করব।’
— Afghanistan Cricket Board (@ACBofficials) July 22, 2025
যদিও ম্যাচে শেষ হাসি হেসেছেন নবি ও তার দল। রহমাউল্লাহ গুরবাজের নেতৃত্বাধীন আইনাক নাইটস জিতেছে ৫ উইকেটে। আগে ব্যাট করতে নেমে হাসানের ৫২ রানে ভর করে ১৬৩ রান তোলে আমো শার্কস। লক্ষ্য তাড়ায় তাড়ায় নাইটরা ১৮ বল বাকি ও ৫ উইকেট হাতে থাকতেই ম্যাচ জিতেছে। অবশ্য ম্যাচের ফলাফলের চেয়ে যাবতীয় আকর্ষণ কেড়ে নিয়েছে নবির প্রথম বলে হাসানের সেই ছক্কা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
গত ফেব্রুয়ারিতে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির সঙ্গে সাক্ষাৎকারে নবি জানিয়েছিলেন, শিগগিরই ছেলের সঙ্গে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখছেন। তিনি বলেন, ‘এটা আমার স্বপ্ন। আশা করছি সেই স্বপ্নটা আমরা পূরণ করতে পারব। সে খুব পরিশ্রমী। ও যাতে আরও কঠোর পরিশ্রম করে, সেজন্য আমি ওকে আরও অনুপ্রেরণা জোগাচ্ছি।’ ইতোমধ্যে আফগানিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে ফেলা ছেলেকে নিয়ে ৪০ বছরের এই তারকা বলেন, ‘আমি চাই সে নিজের লক্ষ্য ঠিক করে নিক। সেরা মানের ক্রিকেটার হতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে। ৫০ বা ৬০ রান করলে চলবে না, তাকে ১০০ রানের বেশি করতে হবে।’
এএইচএস