আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে। যে কারণে বেশ আগেভাগেই পরিকল্পনায় নেমেছে প্রতিযোগী দেশগুলো। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই ফরম্যাটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলার চিন্তা করছে পাকিস্তান। প্রাথমিকভাবে ওই সময়ে কেবল অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল। এর বদলে ত্রিদেশীয় সিরিজ আয়োজন হতে পারে বলে জানা গিয়েছে। 

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) উপমহাদেশে হতে যাওয়া যে কোনো আইসিসি ইভেন্টের আগেই একই ঘরানার কন্ডিশনের দেশে সফর করে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফরম্যাটটিতে বাংলাদেশের মাটিতে ৫ ম্যাচের সিরিজ এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলে অজিরা। 

২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও লঙ্কানদের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। সে কারণে তারা ফেব্রুয়ারিতে পাকিস্তানে সিরিজ খেলতে আসবে, তবে দ্বিপাক্ষিক লড়াইয়ের বদলে হতে পারে ত্রিদেশীয় সিরিজ। এসিসি সভাপতি হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমে যোগ দিতে মহসিন নাকভি এসেছিলেন বাংলাদেশে।

গতকাল বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি চলাকালে তাকে জিজ্ঞেস করা হয় সম্ভাব্য ত্রিদেশীয় সিরিজ নিয়ে। এ সময় নাকভি বলেন, ‘হ্যাঁ অবশ্যই, আমরা চাইব এমন ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে।’

শেষপর্যন্ত ত্রিদেশীয় সিরিজ আলোর মুখ দেখলে মোট ৭ ম্যাচ হতে পারে। যেখানে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে, অর্থাৎ ফাইনালের আগে অন্তত চারটি ম্যাচ খেলার সুযোগ থাকবে। শীর্ষ দুই দল উঠবে ফাইনালে।

এসএইচ/এফআই