গম্ভীরের সঙ্গে একমত হতে পারছেন না স্টোকস
চলমান ইংল্যান্ড সিরিজের সবশেষ টেস্টে ভাঙা পা নিয়ে ব্যাটিং করেছেন ঋষভ পান্ত। এরপর থেকেই আলোচনায়, টেস্টে বদলি খেলোয়াড়ের নিয়ম নিয়ে আলোচনা হচ্ছে। এবার সেই আলোচনায় যোগ দিলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
ভারতের প্রধান কোচ মনে করেন টেস্ট ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার গুরুতর চোট পেলে তার বদলি নামানোর সুযোগ দেওয়া উচিত। তবে তার সঙ্গে একমত নন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তার মতে, এতে বাড়তি সুযোগ নিতে পারে অনেকেই।
বিজ্ঞাপন
স্টোকস বলেন, 'আমার মতে এটা একেবারেই হাস্যকর যে, চোটের বদলি নিয়ে আলোচনা চলছে। আমি মনে করি, এই নিয়ম কার্যকর করলে অনেক ফাঁকফোকর রয়ে যাবে। একটি ম্যাচের জন্য একাদশ বেছে নিন; চোট খেলার অংশ। কনকাশন বদলি, খেলোয়াড়ের স্বাস্থ্য, খেলোয়াড়ের সুরক্ষা, এসব আমি বুঝতে পারি। তবে চোটের বদলির আলোচনা বন্ধ হওয়া উচিত, কারণ যদি আমাকে এমআরআই স্ক্যানারে আটকান, তাহলে আমি সরাসরি অন্য কাউকে পেতে পারি।'
'যদি কাউকে এমআরআই স্ক্যানারে আটকান, তাহলে একজন বোলার দেখানোর চেষ্টা করবে, ‘ওহ হ্যাঁ, আমার হাঁটুতে কিছুটা ব্যথা আছে… আমরা অন্য একজন নতুন বোলারকে আনতে পারি।’ আমার মনে হয় এই আলোচনা বন্ধ করে দেওয়া উচিত।'-যোগ করেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে গম্ভীর বলেন, 'অবশ্যই, আমি এর পক্ষে। যদি আম্পায়ার ও ম্যাচ রেফারি দেখেন এবং মনে করেন যে চোট গুরুতর, তাহলে আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়ম থাকা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন বদলি পেতে পারেন, যদি (গুরুতর চোটের বিষয়টি) পরিষ্কার হয়। এখানে কোনো ভুল নেই, বিশেষ করে এমন একটি সিরিজে, যেখানে আগের তিনটি টেস্ট ম্যাচে এতটা লড়াই হয়েছে। কল্পনা করুন তো, যদি ১১ জনের বিপক্ষে আমাদের ১০ জন খেলোয়াড় নিয়ে খেলতে হতো, আমাদের জন্য কতটা দুর্ভাগ্যজনক হতো।'
এইচজেএস