লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের চতুর্থ দিন ১৪ উইকেটের পতন দেখেছিল ভারত-ইংল্যান্ড। যা ছিল চলমান সিরিজে সর্বোচ্চ। সেটিকে ছাড়িয়ে গেল ওভাল টেস্টের দ্বিতীয় দিন। গতকাল (শুক্রবার) দুই দল মিলিয়ে ১৫ উইকেট হারিয়েছে। ভারতীয়দের পক্ষে মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণারা দাপট দেখালেও, শেষ বিকেলে দ্রুত ২ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে আছে সফরকারীরা।

লন্ডনের ওভালে চলছে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৭৫ রান, তবে প্রথম ইনিংসে ২৩ রানে পিছিয়ে থাকায় এখন শুভমান গিলদের পুঁজি ৫২। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেওয়া ওপেনার যশস্বী জয়সওয়াল অপরাজিত আছেন। তার সঙ্গী নাইটওয়াচম্যান হিসেবে নামা টেলএন্ডার আকাশ দ্বীপ।

এর আগে ৬ উইকেটে ২০৪ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামে ভারত। এদিন তারা নিজেদের প্রথম ইনিংসে আর মাত্র ৩৪ বল খেলতে পেরেছে। করুন নায়ারের ৫৭ রানে ভর করে প্রথম ইনিংসে ২২৪ রানে থামে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান সাই সুদর্শনের। বিপরীতে ইংল্যান্ডের হয়ে গাস অ্যাটকিনসন ৫ ও জশ টাং ৩টি উইকেট শিকার করেন। এরপর ইংলিশদের ব্যাটিংয়ের শুরুটা দুর্দান্ত হলেও মাঝে মোমেন্টাম কেড়ে নেন ভারতীয় দুই পেসার সিরাজ-কৃষ্ণা।

বেন ডাকেট ও জ্যাক ক্রাউলির ওপেনিং জুটিতে ৯২ রান আসে ইংল্যান্ডের। যথারীতি আগ্রাসী মেজাজে ৩৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৩ করে আউট হয়েছেন ডাকেট। আরেক ওপেনার ক্রাউলি ৫৭ বলে ১৪টি চারের সাহায্যে ৬৪ রান করেন। ওপেনারদের ছাড়া ইংল্যান্ডের আর কোনো জুটিই বড় হতে দেয়নি ভারতীয় বোলাররা। হ্যারি ব্রুক ৬৪ বলে ৫ চার ও এক ছক্কায় ৫৩, জো রুট ২৯ ও ওলি পোপ ২২ রান করেন। ভারতের রান পেরোলেও মিডল অর্ডার ও টেলএন্ডারদের ব্যর্থতায় বড় লিড পায়নি ইংল্যান্ড। ২৪৭ রানে অলআউট হয়ে প্রথম ইনিংসে তারা ২৩ রানের লিড নেয়।

ইংল্যান্ডের মতো ভারতের পক্ষেও সব উইকেট গেছে পেসারদের দখলে। সিরাজ ও কৃষ্ণা সমান ৪টি করে এবং আকাশ একটি উইকেট শিকার করেন। একজন কম ব্যাট করেছে ইংল্যান্ডের। কাঁধের চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় ব্যাটিংয়েও নামতে পারেননি পেস অলরাউন্ডার ক্রিস ওকস।

বোলারদের কল্যাণে ইংলিশদের বড় লিডে বাঁধ তৈরি করা ভারত দ্বিতীয় ইনিংসে হয়তো আরও সুবিধাজনক অবস্থানে থাকতে পারত। লোকেশ রাহুল (৭) ও সাই সুদর্শন (১১) দ্রুত আউট হওয়ায় তেমনটা হয়নি। তবে হাফসেঞ্চুরিয়ান জয়সওয়ালের ব্যাটিং তাদের কিছুটা স্বস্তি দিতে পারে। প্রথম ইনিংসে দ্রুত আউট হওয়া এই ব্যাটার ৪৯ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫১ রান করেছেন এখন পর্যন্ত। রাহুলকে ক্যাচ বানিয়ে জশ টাং এবং সুদর্শনকে দিনের শেষ ওভারে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফিরিয়েছেন অ্যাটকিনসন। 

এএইচএস