ভারতের ক্রিকেটে নতুনদের জয়ধ্বনি। রোহিত শর্মা এবং বিরাট কোহলি নামটাই এখন অনেকটা আড়ালে পড়ে গেছে। প্রায় দেড় দশক ভারতের ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন দু’জনে। তবে বয়সের কারণে নিজেদের গুটিয়েও নিয়েছেন। ২০২৪ সালেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতের হয়ে ২০ ওভারের ক্রিকেট ছেড়ে দেন দুজনে। টেস্ট ক্রিকেটকেও এরই মধ্যে বিদায় বলে দিয়েছেন। তাদের ছাড়াই ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করেছে শুভমান গিলের নতুন ভারত। 

এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, টেস্টের মতো ওয়ানডের নেতৃত্বও দেওয়া হতে পারে শুভমান গিলকে। এ ব্যাপারে আগ্রহী বোর্ড কর্মকর্তাদের একাংশ। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের পরিকল্পনা এখন থেকেই করতে চান তারা। দুই জ্যেষ্ঠ ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মার সঙ্গে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

সর্বশেষ আইপিএলের সময় টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন কোহলি এবং রোহিত। তার আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেট থেকেও অবসর নেন তারা। শুধু একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেননি দুই সিনিয়র ব্যাটার।

২০২৭ সালের বিশ্বকাপের সময় কোহলির বয়স হবে ৩৮। আর রোহিতের ৪০। কোহলির ফিটনেস নিয়ে প্রশ্ন না থাকলেও রোহিতের ক্ষেত্রে আছে। তা ছাড়া দু’জনের পারফরম্যান্সও এখন আর ধারাবাহিক নয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তরুণ ক্রিকেটারদের নিয়ে আগামী বিশ্বকাপের পরিকল্পনা করতে চাইছেন বোর্ড কর্তারা।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলছেন, ‘বিশ্বকাপের এখনও দু’বছর রয়েছে। ২০২৭ সালের নভেম্বরে হবে বিশ্বকাপ। কোহলি এবং রোহিত দু’জনের বয়সই তখন ৪০-এর কাছে পৌঁছে যাবে। তাই আমরা এখন থেকেই পরিকল্পনা করতে চাই। ২০১১ সালের পর আমরা আর একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জিততে পারিনি। তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দেওয়ার কথা ভাবছি আমরা।’

বোর্ডের ওই কর্মকর্তা অবশ্য এখনই কোহলি এবং রোহিতকে পরিকল্পনার বাইরে রাখার কথা ভাবছেন না। তার বক্তব্য, ‘সাদা বলের ক্রিকেটে কোহলি এবং রোহিতের অবদান প্রচুর। অত্যন্ত সফল ক্রিকেটার। প্রায় সব কিছুই জিতেছে ওরা। আমরা ওদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না। তবে একদিনের সূচি শুরু হওয়ার আগে ওদের পরিকল্পনা আমাদের জানা দরকার। দু’জনের সঙ্গে সরাসরি কথা বলে নেওয়াই ভালো। শারীরিক এবং মানসিকভাবে ওরা কী পরিস্থিতিতে রয়েছে, সেটা জানা দরকার। ওদের সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে। তাই আমরা পরিষ্কার হয়ে নিতে চাই।’

বিসিসিআই কর্মকর্তারা কোহলি এবং রোহিতের ওপর কিছু চাপিয়ে দেওয়ার পক্ষে না হলেও তরুণ ক্রিকেটারদের গুরুত্ব দিতে চাইছেন। একদিনের ক্রিকেটের পরবর্তী অধিনায়ক হিসেবেও শুভমানের কথা ভাবা হচ্ছে। উল্লেখ্য, এখনও রোহিতই একদিনের দলের অধিনায়ক। উল্লেখ্য, আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রয়েছে ভারতের পরবর্তী এক দিনের সিরিজ।

এফআই