কাতারে 'কোচহীন' কিংস, ইরাকি ক্লাবে চুক্তি ব্রাজিলিয়ানের!
আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস সিরিয়ার আল কারমাহ’র বিপক্ষে খেলবে। ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের কিংসের দায়িত্ব নিতে কাতার আসার কথা। অথচ আজ ইরাকের ডুহক স্পোর্টস ব্রাজিলিয়ান কোচের সঙ্গে চুক্তির ছবি প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে।
বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান প্রায় দেড় সপ্তাহ আগে ব্রাজিলিয়ান কোচের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি কাতারে দলের সঙ্গে আসবেন সেটাও জানিয়েছিলেন। এএফসি চ্যালেঞ্জ লিগে কিংসের ম্যাচের আগের দিন ইরাকি ফুটবল ক্লাবের চুক্তির ছবি পুরো পরিস্থিতি জটিল করে তুলেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বাংলাদেশের ফুটবলাঙ্গনে সামাজিক মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়েছে। কাতারে থাকা কিংসের কর্মকর্তা, কোচিং স্টাফ ও এমনকি ফুটবলাররাও যোগাযোগে সাড়া দিচ্ছেন না। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের কাছ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হেড কোচ থাকা বাধ্যতামূলক। বসুন্ধরা কিংসের মিডিয়া ডিপার্টমেন্ট কিছুক্ষণ আগে কাতার থেকে শুধু অধিনায়ক তপু বর্মণের বক্তব্য প্রেরণ করেছে।
বিজ্ঞাপন
এএফসির ক্লাব পর্যায়ের টুর্নামেন্টে হেড কোচের প্রো লাইসেন্স থাকতে হয়। কিংসের দেশীয় কোচিং স্টাফ মাহবুব হোসেন রক্সি, সৈয়দ গোলাম জিলানীর এ লাইসেন্স রয়েছে। তারা কেউ হেড কোচ হতে পারবেন না। আগামীকাল তারাই ভারপ্রাপ্ত হেড কোচ থাকবেন নাকি হেড কোচ ছাড়াই খেলবে এটাও নিশ্চিত হওয়া যায়নি। হেড কোচ না থাকলে জরিমানার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে ক্লাবটির।
বসুন্ধরা কিংস গতকাল সকালে কাতারের উদ্দেশে দেশ ছেড়েছে। কাল রাতে কাতারে অনুশীলনও করেছে। কিংসের চুক্তিকৃত বিদেশি ফুটবলার ও ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল নির্ধারিত সময়ে দোহায় এসে পৌঁছেছেন। ব্রাজিলিয়ান কোচকেই দেখা যায়নি কিংসের কোনো ছবি কিংবা ভিডিওতে।
আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিংসের অধিনায়ক তপু বর্মণ জয়ের আশাই ব্যক্ত করে বলেন,‘ আমরা ঢাকাতে দুই সপ্তাহের মতো অনুশীলন করেছি। সেখানে ভালো অনুশীলন হয়েছে। ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ ক্লাব ও দেশের জন্য। আমি মনে করি দলের প্রত্যেকে সিরিয়াস এবং জয়ের জন্য এসেছি। সবাই কাল একসঙ্গে ট্রেনিং করেছি। সবাই পজিটিভ আশা করি ভালো রেজাল্ট হবে’।
কাতারে বেশ গরম। এই আবহাওয়া মানিয়ে নেয়ার চেষ্টা করছেন ফুটবলাররা,' গতকাল আমরা ৪০ ডিগ্রির বেশিতে অনুশীলন করেছি। সবাই বলছিল অনেক গরম। আমরা পেশাদার খেলোয়াড় সব পরিবেশে মানিয়ে নিতে হয়। আমরা প্রস্তুতি গ্রহণ করছি ’ বলেন তপু।
এজেড/এআইএস/এফআই