২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের ব্যাটার টম ব্রুসের। অবশ্য এরপর ১৭ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। ফলে ২০২০ সালের পর আর ডাক পাননি জাতীয় দলের স্কোয়াডে। ৩৪ বছর বয়সী ব্রুস এবার নতুন অধ্যায় শুরু করছেন স্কটল্যান্ডের হয়ে। খেলবেন দ্বিতীয় স্তরের বিশ্বকাপ বাছাই লিগ–২ এ।

২৭ আগস্ট থেকে কানাডায় বিশ্বকাপ লেগ-২ প্রতিযোগিতা শুরু হবে। স্কটল্যান্ডের এডিনবার্গে জন্ম হয়েছিল ব্রুসের বাবার, এরপর নিউজিল্যান্ডে চলে যাওয়ার আগে তিনি ২০১৬ সালে স্কটল্যান্ডের ক্রিকেট ডেভলপমেন্ট বিভাগেও কাজ করেছেন। সেই সূত্রে এবার স্কটিশ জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন সাবেক কিউই ব্যাটার ব্রুস।

ক্রিকেট স্কটল্যান্ডের এক বিবৃতিতে টম ব্রুস জানিয়েছেন, ‘আমার পরিবারে দীর্ঘ স্কটিশ ইতিহাস জড়িয়ে আছে এবং আমাকে স্কটল্যান্ডের হয়ে বৈশ্বিক পরিমন্ডলে প্রতিনিধিত্ব করতে দেখে তারা গর্বিত হবেন। পাঁচ বছর আগে নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারা আমার জন্য সৌভাগ্যের এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজের দক্ষতা দেখাতে চাই। একইসঙ্গে স্কটল্যান্ডের হয়ে সাফল্য আনতে চাই, তারাও সেটি অর্জন ও একটি শক্তিশালী দল হিসেবে উন্নতি করার সামর্থ্য রাখে।’

একসময় স্কটল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে খেলা ব্রুস এবার দলটিকে বিশ্বকাপে তোলার স্বপ্ন দেখছেন, ‘আমি ২০১৬ সালে অল্প সময়ের জন্য সেটআপে যুক্ত ছিলাম, তা ছিল অসাধারণ অভিজ্ঞতা। আমি বর্তমান স্কটল্যান্ড দলের অনেক খেলোয়াড়ের সঙ্গে এবং বিপক্ষে খেলেছি, বছরের পর বছর তাদের উন্নতি দেখাটা দারুণ। তাদের সঙ্গে আবারও যুক্ত হওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। যেকোনোভাবে দলকে সাহায্য করা আমার জন্য গুরুত্বপূর্ণ। যাতে আমরা ধারাবাহিকভাবে মানসম্মত ক্রিকেট খেলতে পারি এবং শেষ পর্যন্ত বিশ্বকাপে পৌঁছাতে পারি।’

কিউইদের হয়ে ১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা ব্রুস ১২২.৩৬ স্ট্রাইকরেটে ২৭৯ রান করেছেন। ফিফটি করেন দুটি। নিউজিল্যান্ডে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা ভালো না হওয়ায় সেটি আর লম্বাও করতে পারেননি ব্রুস। তবে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে বড় ইনিংস খেলার সামর্থ্য প্রমাণ করেছেন। দেশটির ঘরোয়া প্রতিযোগিতা সুপার স্ম্যাশে তিনি খেলেছেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে। এ ছাড়া গত বিপিএলে ব্রুস চিটাগাং কিংসের হয়ে ৯ ম্যাচে ২৭৮ রান করেন।

এএইচএস