বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব)’ চলছে অ্যাডহক কমিটির মাধ্যমে। অবশ্য গত ৪ আগস্ট সংগঠনটির সভায় আসন্ন নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হয়েছে। পরে অ্যাডহক কমিটির বৈঠকে শেষে ৪ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেন অ্যাডহক কমিটির আহবায়ক সেলিম শাহেদ। 

কোয়াবের নির্বাচন নিয়ে ঘোষণা দেওয়ার পরই ক্ষোভ প্রকাশ করেন দেশের নারী ক্রিকেটাররা। সংগঠনটি–সহ ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রে নারী ক্রিকেটারদের বৈষম্যের শিকার বলে তারা অভিযোগ করেন। গতকাল (শুক্রবার) ছিল কোয়াবের মিলনমেলা। যেখানে ক্রিকেটাররা একত্রিত হন এবং রাতের নৈশভোজও সারেন। জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা ছিলেন সেখানে। 

এ ছাড়া কোয়াবের মিলনমেলায় যোগ দিয়েছিলেন নারী দলের বর্তমান ক্রিকেটার রুমানা আহমেদ, সাবেক ক্রিকেটার ও বর্তমানে আম্পায়ার সাথিরা জাকির জেসি। বর্তমান আহবায়ক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন জানান, এটা একটি মিলনমেলা ছিল। আগামী ২১ আগস্টের মধ্যে ভোট প্রদানের জন্য ক্রিকেটারদের রেজিস্ট্রেশন করতে হবে। 

আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে কারা থাকছেন সেটি এখনও নিশ্চিত করে জানা যায়নি। গুঞ্জন রয়েছে তামিম ইকবালকে দেখা যেতে পারে ওই পদে। বর্তমান কমিটির আহবায়ক সেলিম শাহেদ দেশের বাইরে থাকায় ছিলেন না এই অনুষ্ঠানে।

এসএইচ/এএইচএস