বাজে পারফরম্যান্সের জন্য ক্রিকেটারদের ‘শাস্তি’ দিতে যাচ্ছে পাকিস্তান
চলতি বছর তিন ফরম্যাট মিলিয়ে ২৮টি ম্যাচ খেলেছে পাকিস্তান। জিতেছে মাত্র ১০টি। বাকি ১৮টা ম্যাচ হারতে হয়েছে তাদের। তিন টেস্টের মধ্যে একটা, ১১ ওয়ানডের মধ্যে দুইটা ও ১৪ টি-টোয়েন্টির মধ্যে সাতটা জিতেছে তারা। এই খারাপ পারফরম্যান্সের কারনে বোর্ড থেকে প্রাপ্ত আয়ের একটা অংশ কাটা যেতে পারে ক্রিকেটারদের।
এত দিন আইসিসির লভ্যাংশ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যে টাকা পেত তার ৩ শতাংশ পেতেন ক্রিকেটাররা। খারাপ খেলায় সেই টাকা বন্ধ করে দিতে পারে পিসিবি।
বিজ্ঞাপন
পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকা ক্রিকেটারেরা সেই টাকা আর পাবেন না। কেবল বোর্ড থেকে বেতন পাবেন তারা।
দুই বছর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তৎকালীন চেয়ারম্যানের কাছে বেতন বাড়ানোর দাবি করেছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। তখন আইসিসির লভ্যাংশের ৩ শতাংশ তাদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এত দিন ক্রিকেটাররা সেই টাকা পেতেন। কিন্তু এবার তা বন্ধ হতে পারে।
বিজ্ঞাপন
পিসিবির একটি সূত্র বলেছে, 'এই মৌসুমে সেই টাকা কাটা হবে না। কারণ, আইনি জটিলতা রয়েছে। ফলে এই মৌসুমে ক্রিকেটাররা সেই টাকা পাবেন। তবে এ বারই হয়তো শেষ। পরের বার থেকে আর সেই টাকা পাবেন না ক্রিকেটাররা।'
এইচজেএস