করোনাভাইরাসে কারণে টালমাটাল গোটা বিশ্ব। কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে নতুন করে বিপর্যয়ের মুখে পড়েছে অনেক দেশ। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে জিম্বাবুয়ে সরকার দেশটিকে লকডাউন ঘোষণা করেছে। অনির্দিষ্টকালের লকডাউনে সকল প্রকার খেলাধুলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। 

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসেই জিম্বাবুয়ে যাওয়ার কথা আছে বাংলাদেশ দলের। তবে এখনও এই সফর নিয়ে শঙ্কা দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকা পোস্টকে এমনটিই জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান বলেন, ‘জিম্বাবুয়েতে লকডাউনের কারণে খেলাধুলা স্থগিত করেছে এই সংক্রান্ত আমাদের কাছে কোনও তথ্য নেই। তাদের বোর্ড থেকে আমাদেরকে কিছু জানানো হয়নি। সফর না হলে তারা এটি নিয়ে আলোচনা করতো। যেহেতু এনিয়ে কোনো কথা হয়নি, সেহেতু শঙ্কার কিছু নেই।’

বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, ‘জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। তাদের সরকার লকডাউনের সিদ্ধান্ত নিলেও তাদের ক্রিকেট বোর্ড আশাবাদী সিরিজ আয়োজনের ব্যাপারে। সরকারের সঙ্গে কথা বলছে জিম্বাবুয়ে বোর্ড। সিরিজটা আয়োজনে ওরা আত্মবিশ্বাসী।’

জিম্বাবুয়েতে আজ সোমবার থেকে শুরু হওয়া লকডাউন কবে শেষ হবে সেটি নির্দিষ্ট নয়। লকডাউনের কারণে জিম্বাবুয়ে সফরে থাকা দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের চার দিনের ম্যাচ স্থগিত করা হয়েছে, যে ম্যাচে ইতোমধ্যে একদিন খেলা হয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেট সরকারের কাছে আবেদন করেছে, সফররত দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের চার দিনের ম্যাচটি যেন সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়। সঙ্গে জিম্বাবুয়েতে আন্তর্জাতিক যত খেলা আছে সেগুলো আয়োজনের অনুমতি চেয়েও আবেদন করা হয়েছে।

এফটিপি অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। ৭ জুলাই থেকে বুলাওয়েতে শুরু হবে একমাত্র টেস্ট। এটি শেষে অনুষ্ঠিত হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। এর জন্য আগামী ২৮ জুন দেশ ছাড়ার কথা আছে বাংলাদেশ দলের।

টিআইএস/এটি