পাওয়ার হিটিং নিয়ে কী কাজ করলেন উড, যা জানালেন জাকের
ফাইল ছবি
আন্তর্জাতিক টি-টোয়েন্টিসহ ঘরোয়ার অন্যান্য প্রতিযোগিতায় ভালো করতে পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে নেমেছে বিসিবি। পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে সম্প্রতি বিশেষ কোচ নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিংয়ে বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড। ইতোমধ্যে তিনি বাংলাদেশে এসে কাজ শুরু করেছেন।
গত শুক্রবার থেকে কাজ শুরু করেছেন উড, চালিয়ে যাবেন ৩ সেপ্টেম্বর পর্যন্ত। গেল কয়েক দিনে কী কাজ করেছেন ক্রিকেটারদের নিয়ে উড সে প্রশ্ন ছিল অনেকের মনে। আজ সোমবার দলীয় অনুশীলন না থাকলেও সংবাদ সম্মেলনে কথা বলেছেন টাইগার ক্রিকেটার জাকের আলি অনিক।
বিজ্ঞাপন
জুলিয়ান উডকে নিয়ে মিরপুরে সাংবাদিকদের জাকের বলেন, 'জুলিয়ান পাওয়ার হিটিংয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করছে, কিভাবে কোন জায়গায় কার কতখানি উন্নতি করা যায়, এসব নিয়েই কাজ করছে'।
পরে ফিটনেস উন্নতির জন্য কাজ করা কোচ নাথান কেলিকে নিয়ে জাকের বলেন, 'কেলি আসার পর আমাদের একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে, আমরা দেখেছেন বলে মনে হচ্ছে আমাদের কস্ট হচ্ছে, আমরা সবাই ভালো অবস্থানে আছি। আমাদের সবার গায়ে ট্র্যাকার লাগানো থাকে, কে প্রথম কে দ্বিতীয় এটা দেখার বিষয় না। কে বেশী চেষ্টা করছে সেটা কেলির কাছে গুরুত্বপূর্ণ।'
বিজ্ঞাপন
আসন্ন এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজে ব্যাটিংয়ে নিজের ভূমিকা কেমন হবে তা জানিয়ে জাকের বলেন, 'আমি সাধারণত এতো গোল সেট করি না, টি-টোয়েন্টিতে আমার রোল একেক দিন একেক রকম থাকে। যখন যেখানে ব্যাট করি সেখানে সেটাই করার চেষ্টা করি। আমি আলাদাভাবে কোনো গোল নিয়ে চিন্তা করি না।'
এসএইচ/এফআই