মেহেদীর ১৩ বলের ঝড়ে মাহমুদউল্লাহর হাসি
শেখ মেহেদি ঝড় তোলেন, যোগ্য সঙ্গ পান সৌম্য সরকারের/ওয়ালটন
বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল পারটেক্স স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। বৃষ্টি আইনে এই ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে গাজী গ্রুপ। দলের জয়ের দিনে ব্যাট হাতে ঝড় তোলেন জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ৪টি ছয় ও ১টি চারের মারে ১৩ বলে ৩৩ রান করেন তিনি।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১০৯ রানে থামে পারটেক্সের ইনিংস। বৃষ্টির পর গাজীর সামনে সহজ লক্ষ্য দাঁড়ায়। জয়ের জন্য তাদের প্রয়োজন পড়ে ৮ ওভারে ৪৭ রান। এই টার্গেট টপকাতে নেমে একেবারেই বেগ পেতে হয়নি গাজী গ্রুপকে। ১৫ বল হাতে রেখে ৯ উইকেটের জয় তুলে নেয় তারা।
বিজ্ঞাপন
ম্যাচে আগে ব্যাট করে পারটেক্স। তবে ইনিংসের তৃতীয় বলে শূন্য রান করে আউট হয়ে যান ওপেনার আব্বাস মুসা। হাসানুরজ্জামান ও জয়রাজ শেখ ৪৬ রানের পার্টনারশিপে দলকে টেনে তোলার চেষ্টা করেন, তবে হাসানুরজ্জামান ২৬ ও জয়রাজ ২৪ রান করে আউট হলে বড় সংগ্রহের স্বপ্নে ধাক্কা লাগে পারটেক্সের। শেষদিকে নাজমুল হোসেন মিলন ও অপরাজিত রাকিবুল ইসলামের সমান ২১ রানের কল্যাণে কোনোরকমে ১০৯ রানের পুঁজি পায় পারটেক্স।
বৃষ্টির কারণে ভেস্তে যেতে বসেছিল এই ম্যাচ। তবে শেষপর্যন্ত মাঠে গড়িয়েছে ম্যাচটি। যেখানে গাজী গ্রুপের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৪৭ রান। এই লক্ষ্য টপকাতে নেমে ইনিংস শুরু করতে আসেন মেহেদী। ক্রিজে এসে ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। একে একে চারটি ছক্কা হাঁকান, তার ব্যাট থেকে চার আসে একটি। মঈন খানের বলে আউট হন ১৩ বলে ৩৩ রান করে।
বিজ্ঞাপন
মেহেদী আউট হলেও আর কোনও উইকেট হারাতে হয়নি গাজী গ্রুপকে। সৌম্য সরকার ১১ ও জাকির হাসান ২ রানে অপরাজিত থেকে ৯ উইকেটের জয় এনে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের গাজী গ্রুপ ক্রিকেটার্সকে।
টিআইএস/এটি