ভারতের সব ধরনের ক্রিকেট থেকে তারকা ব্যাটারের অবসর
দুই বছরের আক্ষেপ ও অপেক্ষার চূড়ান্ত অবসান ঘটালেন ভারতীয় তারকা ব্যাটার চেতেশ্বর পুজারা। ২০২৩ সালের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই ছিল জাতীয় দলে তার শেষ ম্যাচ। টেস্টে ৪৩–এর বেশি গড় নিয়েও এরপর তিনি আর ডাক পাননি। ভারতীয় নির্বাচকদের আর বিড়ম্বনায় না ফেলে দেশটির সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পুজারা।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। ওই পোস্টের ক্যাপশনে পুজারা আলাদা করে লিখেছেন, ‘ভারতীয় দলের জার্সি গায়ে জড়ানো, একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়া এবং যখন মাঠে নামার সুযোগ পেয়েছি নিজের সর্বোচ্চটা দিয়ে লড়ার চেষ্টা করা– এসবের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’
বিজ্ঞাপন
অবসরের বার্তায় পুজারা লিখেছেন, ‘যেমনটা সবাই বলে– প্রতিটি ভালো বিষয়েরই শেষ আছে এবং কৃতজ্ঞতার সঙ্গে আমি ভারতীয় ক্রিকেটের সব ধরনের ফরমেশন থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার প্রতি ভালোবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’ পূজারার অবসরের বার্তায় স্পষ্ট– তিনি ভারতীয় ক্রিকেটকে বিদায় বলেছেন। অর্থাৎ, বিদেশি লিগে দেখা যেতে পারে তাকে।
বিজ্ঞাপন
২০১০ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরুর পর ভারতের হয়ে ১০৩টি টেস্ট এবং ৫টি ওয়ানডে খেলেছেন পুজারা। লাল বলে তিনি সবসময়ই টপ অর্ডারে ভরসার নাম ছিলেন। ৪৩.৬০ গড়ে করেছেন ৭১৯৫ রান। রয়েছে ১৯টি সেঞ্চুরি ও ৩৫ হাফসেঞ্চুরি। এক দশকেরও বেশি সময় ধরে পুজারা ছিলেন ভারতের তিন নম্বর পজিশনের সেরা টেস্ট ব্যাটার। ঘরে–বাইরে সব জায়গায় ছিলেন সাবলীল। ওভালে ২০২৩ সালের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছিল ভারত। সেটাই ছিল পুজারার শেষ ম্যাচ।
আরও পড়ুন
এদিকে, গত মাসে ভারতের ইংল্যান্ড সফরে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গেছে পুজারাকে। কয়েকদিন আগেও হাল ছাড়ার কথা ভাবেননি। এমনকি জাতীয় দলে ফেরার আশা বাঁচিয়ে রাখতে রঞ্জি ট্রফি খেলার কথা জানিয়েছিলেন আগামী মৌসুমেও। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থাকেও সেই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। বছরের শুরুর দিকে এক সাক্ষাৎকারে পুজারা বলেন, ‘জাতীয় দলে ফিরতে চাই। যতদিন খেলব, সেই লক্ষ্যই থাকবে। এখনও নিজের ফিটনেসের দিকে নজর দিই। নিজেকে তৈরি রাখি। যে সুযোগ পাই তা কাজে লাগানোর চেষ্টা করি।’
এএইচএস