আইসিসির কর্মশালায় যোগ দিতে শ্রীলঙ্কায় যাচ্ছেন আম্পায়াররা
বাংলাদেশি আম্পায়ারদের মান নিয়ে নানা-সময় বিভিন্ন টুর্নামেন্টে প্রশ্ন উঠেছে। তবে সব সমালোচনা কাটিয়ে উঠতে বদ্ধপরিকর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আম্পায়ারদের মান উন্নয়নে নানারকম কর্মশালার আয়োজন করে থাকে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আবার আইসিসিও বিভিন্ন সময় আম্পায়ারদের নিয়ে কর্মশালার আয়োজন করে। তেমনই এক কর্মশালায় যোগ দিতে বাংলাদেশ থেকে যাচ্ছে আম্পায়ারদের একটি দল।
ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, আইসিসির কর্মশালায় যোগ দিতে দেশ ছেড়েছেন আম্পায়াররা। শ্রীলঙ্কার মাটিতে এবারের কর্মশালা অনুষ্ঠিত হবে। এই কর্মশালায় শুরুতে এশিয়ার দেশ থেকে সব আম্পায়াররা থাকবেন। পরবর্তীতে সব দেশ থেকেই আইসিসির প্যানেলে থাকা আম্পায়াররা যোগ দেবেন। এই সফরে নারী এবং পুরুষ দুই ধরনের আম্পায়ারই রয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে আম্পায়ারদের মান উন্নয়নে কিছুদিন আগে এক বড় পরিকল্পনার কথা জানায় বিসিবি। গেল মাসের বোর্ড সভায় আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টোফেলকে বিসিবিতে যুক্ত করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। সাবেক এই আম্পায়ার কেবল একা নন, সঙ্গে তার পুরো টিম এসে বাংলাদেশি আম্পায়ারদের প্রশিক্ষণ দেবেন এবং প্রশিক্ষক হিসেবেও গড়ে তুলবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কিন্তু সবকিছু চূড়ান্ত হলেও চুক্তির টাকার অঙ্ক নিয়ে আলোচনার অগ্রগতি কিছুটা থমকে গেছে। তবে এই বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন বিসিবি পরিচালক ও আম্পায়ার কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু। তিন বছরের চুক্তির জন্য ৩ কোটি ৩৪ লাখ টাকার ওপরে (২ লাখ ৭৫ হাজার ডলার) চেয়েছিলেন সাইমন টোফেল। আর তার পুরো টিমের জন্য সবমিলিয়ে ৮ কোটি ৩২ লাখ টাকার ওপরে (৬ লাখ ৮৫ হাজার ডলার) চাহিদাপত্র দিয়েছিলেন তিনি।
কিন্তু বিসিবি এত টাকায় চুক্তি করতে রাজি না হওয়ায় বিষয়টি এখনও ঝুলে রয়েছে। ঢাকা পোস্টকে মিঠু বলেন, ‘আমরা টোফেলের চুক্তির বিষয়ে এখনও কাজ করছি। তিনি যে টাকা চেয়েছিলেন বিসিবি থেকে তার অর্ধেক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এই মুহূর্তে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে এই বিষয়ে কথা হচ্ছে। আশা করছি ইতিবাচক কিছু জানাতে পারব।’
এসএইচ/এএল