দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির এবারের আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। আসন্ন আসরের আগে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের পদ হারিয়েছেন জোনাথন ট্রট। 

এসএ টোয়েন্টি থেকে চাকরি হারালেও খুব একটা বিপাকে পড়তে হয়নি ট্রটকে। এবার সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি-টোয়েন্টিতে দেখা যাবে তাকে। গলফ জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি।

এর আগে গলফ জায়ান্টসের প্রধান কোচ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটারের স্থলাভিষিক্ত হলেন এবার ট্রট। কোচিংয়ে লম্বা সময় ধরেই কাজ করছেন ট্রট। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার ইতোমধ্যেই জাতী দলেও কাজ করেছেন। আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

 এ ছাড়া গলফ জায়ান্টসের কোচিং প্যানেলে আরো পরিবর্তন এসেছে। বোলিং কোচ ওটিস গিবসনের পরিবর্তে টিম ম্যানেজমেন্টে আসছেন শেন বন্ড।

দলটির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার অ্যান্ড্রু পাটিক। দলটির ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন জিম ট্রটন।  ফিটনেস কোচের দায়িত্ব পেয়েছেন নিক লিক।

এইচজেএস