আমিরাতের ভিসা পেলেন না রশিদ খানরা, পেছাল সিরিজ
ছবি: সংগৃহীত
চলতি মাসেই দুবাইতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। কিন্তু ভিসা জটিলতার কারণে পিছিয়ে দিতে বাধ্য হয়েছে আফগান বোর্ড।
আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অধীনে থাকা তিনটি ওয়ানডে শুরুতে জানুয়ারির ১৮, ২১ ও ২৩ তারিখ হওয়ার কথা ছিল। তবে এর আগে দুই দলের সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাওয়া নিয়ে শুরু হয় জটিলতা।
বিজ্ঞাপন
যে কারণে আয়ারল্যান্ডকে বিকল্প ভেন্যু ওমানে খেলার প্রস্তাব দেন আফগানিস্তান। কিন্তু সেখানে খেলতে অসম্মতি জানায় আইরিশরা। তখন এ নিয়ে জটিলতা তৈরি হয়। তবে রশিদ খানরা আরব আমিরাতের ভিসা মিলতেই কেটে গেছে শঙ্কার মেঘ।
তিন দিন পিছিয়ে সিরিজটি শুরু হবে আগামী ২১ জানুয়ারি। সিরিজের পরের দুটো ওয়ানডে হবে যথাক্রমে ২৪ ও ২৬ জানুয়ারি। ভেন্যু থাকছে পূর্বনির্ধারিত আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামেই।
বিজ্ঞাপন
এদিকে ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফর্ম্যান্স ব্যবস্থাপক রিচার্ড হোল্ডসওয়ার্থ এতে সন্তুষ্টি জানিয়ে বলেছেন, ‘আফগানিস্তানের অনুরোধে সফরটা খানিকটা দীর্ঘায়িত করছি আমরা। নির্ধারিত সূচিতে আসা সম্ভব হতো না আফগানিস্তান দলের। শেষ কিছু দিনে বেশ কিছু আলোচনার পর আমরা এ সিদ্ধান্তে পৌঁছেছি যে, সিরিজটা দুবাইতেই থাকছে, সেটা হবে আফগানিস্তান দল ভিসা পাওয়ার পর। সিরিজটা নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে আয়োজন নিশ্চিত করার জন্যে এমিরেটস ক্রিকেট বোর্ড ও আবুধাবি স্পোর্টস কাউন্সিলের কাছেও আমরা কৃতজ্ঞ।’
আফগানিস্তান পরে আরব আমিরাতে এলেও আয়ারল্যান্ড সেখানে পা রাখবে শুক্রবারেই। সেখানে আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চার ম্যাচের একটি সিরিজ খেলবে দলটি। রিচার্ডের ভাষ্য, ‘বিশ্বকাপ ক্রিকেট সুপার লিগের দারুণ একটা সিরিজের জন্যে মুখিয়ে আছি আমরা। কিন্তু প্রথমে আমরা মনোযোগ দিচ্ছি আরব আমিরাতের বিপক্ষে চার ম্যাচের সিরিজের ওপর। তাদের পরিচিত কন্ডিশনে খেলাটা সহজ হবে না মোটেও।’
এনইউ/এটি