মাত্র ২ বল খেলেই ম্যাচ জিতল অনূর্ধ্ব-১৫ বালক দল
জাতীয় নারী দলের ক্রিকেটাররা দুই ভাগে বিভক্ত হয়ে নারী লাল ও সবুজ দল নামে খেলছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিসিবি অনূর্ধ্ব-১৫ বালক দলও। যেখানে অপরাজিত বালক দল। আজ পঞ্চম ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। শুরুরতে ম্যাচ টাই হয়, এরপর সুপার ওভার জিতেছে বালকরা।
বিকেএসপিতে উইমেন চ্যালেঞ্জ কাপের পঞ্চম ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান সংগ্রহ করে বিসিবি অনূর্ধ্ব-১৫ বালক দল।
বিজ্ঞাপন
ছেলেদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন আলিফ। এ ছাড়া দারুণ ব্যাটিং করেছেন অলরাউন্ডার আফ্রিদি। তিনি পেয়েছেন ফিফটির দেখাও। মেয়েদের হয়ে দুই উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার নিশিতা নিশি।
১৮৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মেয়েদের শুরুটা মন্দ হয়নি। ২৭ রানের মাথায় ওপেনার ফারজানা আউট হলেও দলকে এগিয়ে নিয়েছেন শারমিন ও ঝিলিক। দুজন মিলে গড়েছেন ৫৬ রানের জুটি। এরপর সুলাইমান ও আফ্রিদির বোলিং তোপে মাত্র ১২ রানের মাথায় ৪ উইকেট হারায় নারী সবুজ দল।
বিজ্ঞাপন
এমন আচমকা ব্যাটিং ধসের সামাল দেন সবুজ দলের অধিনায়ক নাহিদা আক্তার। স্বর্ণা ও ফারজানাকে সঙ্গী করে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছেন তিনি। স্বর্ণা ২১ ও ফারজানা ১৪ করে আউট হলেও ম্যাচের শেষ পর্যন্ত একপ্রান্ত আগলে রেখেছেন নাহিদা আক্তার।
ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য সবুজ দলের প্রয়োজন ছিল মাত্র ৫ রান। কিন্তু আফিদ্রির করা এই ওভারে রাবেয়া খাতুনের উইকেট হারায় নাহিদার দল। তাতেই চাপে পড়ে যায় তারা। রাবেয়ার পরিবর্তে মাঠে নামা সুলতানা শেষ বলে ব্যাটে বলে করতে নামা পারায় সুপার ওভারে গড়ায় ম্যাচ।
সুপার ওভারে সুপার ফ্লপ মেয়েরা! ৪ রানের বেশি করতে পারেনি তারা। জবাবে প্রথম বলে সিঙ্গেল ও দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে জয় তুলে নেয় ছেলেরা।
এইচজেএস