দেশের হয়ে সর্বোচ্চ ফিফটির যৌথ রেকর্ডে লিটন, আরেকজন কে?
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে দলের জয়ের পথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। তার অধিনায়কোচিত ২৯ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংসে ৩৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা। ম্যাচটিতে অনন্য এক রেকর্ড গড়েছেন লিটন নিজেও।
নেদারল্যান্ডসের বিপক্ষে ২৬ বলে ফিফটির মাইলফলক স্পর্শ করেন লিটন দাস। দারুণ ইনিংস খেলার পথে ৬টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন টাইগার অধিনায়ক। এটি টি-টোয়েন্টিতে তার ১৩তম ফিফটি। ঝড়ো ফিফটি হাঁকিয়ে সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসিয়েছেন লিটন। টি-টোয়েন্টিতে এতদিন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ফিফটির মালিক ছিলেন সাকিব। তারও অর্ধশতক ছিল ১৩টি।
বিজ্ঞাপন
অবশ্য ১৩টি ফিফটি করতে সাকিবকে খেলতে হয়েছে ১২৯টি ম্যাচ। অন্যদিকে লিটন এই রেকর্ড স্পর্শ করে ফেলেছেন ১০৮তম ম্যাচেই। আজ যেভাবে ব্যাট করেছেন তাতে চলতি সিরিজেই সাকিবকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডটি নিজের করে নিতে পারেন লিটন। আর এশিয়া কাপের আগে লিটনের ফর্ম ভালো থাকলে বাড়তি আত্মবিশ্বাস পাবে বাংলাদেশও।
বিজ্ঞাপন
এদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন তেজা। জবাবে লিটন-তামিমের ব্যাটে সহজ জয় পায় বাংলাদেশ। দলের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করে সেরা বোলার তাসকিন। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
এএল