সম্প্রতি পাকিস্তানে বন্যায় ব্যাপক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে অনেকেই মানবিক সংকটের মুখে পড়েছেন। এসব ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য ফান্ড সংগ্রহ করতে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছেন পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

গতকাল শনিবার পেশাওয়ারে এই ম্যাচটি আয়োজিত হয়েছিল। যেখানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশওয়ার জালমির বিপক্ষে খেলেছে সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া লেজেন্ডস একাদশ।

এই ম্যাচে সাবেকদের হয়ে মাঠে দেখা গেছে শোয়েব আখতারকে। সাবেক এই গতি তারকার মুখোমুখি হয়েছিলেন দেশটির এই সময়ের তারকা ব্যাটার বাবর আজম। ইনিংসের ১৮তম ওভারে শোয়েবের বিপক্ষে চারটি বাউন্ডারি হাঁকান বাবর। একটি ছক্কার পাশাপাশি তিনটি চার মারেন তিনি।

ওভারের প্রথম বল ডট গেলেও দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান বাবর। তৃতীয় ও চতুর্থ বলেও সীমানা ছাড়া করেন তিনি। পঞ্চম বল ডট দিয়ে ষষ্ঠ বলে আবারো চার মারেন বাবর। তাতে শোয়েবের এক ওভারে সবমিলিয়ে চারটি বাউন্ডারি মারেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

অবশ্য এদিন ছোট রান-আপে বোলিং করেছেন শোয়েব। ফলে তার সেই পুরোনো গতির ঝড় দেখা যায়নি। 

১৫ ওভারের এই ম্যাচে ১৪৪ রান করে পেশওয়ার। যেখানে ২৩ বলে ৪১ রান করেন বাবর। জবাবে দারুণ ব্যাটিং করেছেন সাবেকরা। তবে রোমাঞ্চকর এই ম্যাচে ৬ রানে হেরেছে শোয়েবরা।

এইচজেএস