চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর নামে। এই লিগকে ঘিরে পক্ষপাতিত্বের অভিযোগ দীর্ঘদিন ধরে। এবার সাকিব আল হাসান স্টাম্প ভাঙার পর সেটি আরও জোরালো হয়েছে। এনিয়ে আন্তর্জাতিক মহলের চাপের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বিসিসি সভাপতি চেয়েছিলেন, গোটা টুর্নামেন্টই বন্ধ করে দিতে। তবে বঙ্গবন্ধুর নাম জড়িত থাকায় সেটি করেননি তিনি।

আজ (মঙ্গলবার) বিসিবির সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘ডিপিএল নিয়ে ২০১৭-এর দিকে অনেক অভিযোগ ছিল। এরপর ক্যামেরা বসানো হলো। কিন্তু এবার এটা নিয়ে অভিযোগ আসার পর প্রথমেই টুর্নামেন্ট বন্ধ করার চিন্তা ছিল। কিন্তু বঙ্গবন্ধুর নামের কারণে এই টুর্নামেন্ট বন্ধ করিনি। অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করে দিয়েছে।’

এবার ডিপিএল হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। ইতোমধ্যে যার ৯ রাউন্ডের খেলা শেষ হয়েছে। যেখানে ম্যাচ হয়েছে ৫৪টি। এই ৫৪ ম্যাচে অনেকে ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড় আম্পায়ারিং নিয়ে সংবাদ মাধ্যমে অভিযোগ করলেও এই প্রসঙ্গে ক্রিকেট বোর্ড কোনও অভিযোগ পায়নি। পাপন জানালেন, ১২ ক্লাবের কর্তা এবং অধিনায়কের সঙ্গে কথা হয়েছে, তবে কেউই কোনও অভিযোগ করেনি।

পাপন বলেন, ‘এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ হয়েছে সেগুলোর অধিনায়ক, দলকে ডেকে জিজ্ঞেস করা হয়েছে। যেখানে সই করে যে অভিযোগ দেয়, সেখানে কেউ অভিযোগ করেনি। এরপর সবগুলো ক্লাবের সঙ্গে কথা বলা হয়েছে। প্রথমে ৮টি পরের দিন ৪টি, ১২টি ক্লাবের সঙ্গে কথা হয়েছে, অধিনায়কের সঙ্গেও কথা হয়েছে। এখন পর্যন্ত, একটা অধিনায়ক, একটা ম্যানেজার বা কেউ আম্পায়ারিং নিয়ে কোন অভিযোগ নেই।’

সঙ্গে যোগ করেন পাপন, ‘ওরা বলেছে (ক্লাবগুলো), অধিনায়করা নাকি এটাও বলেছে যে তাদের দেখা এটা সেরা টুর্নামেন্ট। কিন্তু একটা ব্যাপার শেষ করা তো সহজ না। তাই বাড়তি দায়িত্বে দেওয়া হয়েছে। এই কমিটি সামনে সেই কাজ করবে।’

টিআইএস