ক্যাম্প শুরুর আগেই আইসোলেশনে ক্রিকেটাররা
সাকিব ফিরেছেন মিরপুরে। আগামী রবিবার বাংলাদেশ দল নামবে অনুশীলনে/ছবি: বিসিবি
করোনা সংক্রমণের পর বদলে গেছে জীবনযাপন। বদল এসেছে ক্রিকেটীয় সংস্কৃতিতে। বাইশ গজের লড়াইয়ে নামার আগে বেশ কিছু হিসেব মেলাতে হচ্ছে ক্রিকেটারদের। তার একটি অংশ জৈব সুরক্ষা বলয়। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য সেই সুরক্ষা বলয় তৈরি হবে আগামী ১০ জানুয়ারি। তার আগে দুই দিন আইসোলেশনে থাকতে হবে বাংলাদেশ দলের খেলোয়াড়দের।
ঘরের মাঠে উইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। সেই সিরিজ শুরু হবে আগামী ২০ জানুয়ারি। তবে তার দিন দশেক আগেই আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করে দেবে লাল-সবুজের প্রতিনিধিরা। এজন্য ১০ জানুয়ারি থেকে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ঢুকতে হবে সাকিব আল হাসান, তামিম ইকবালদের।
বিজ্ঞাপন
জৈব সুরক্ষা বলয়ে ঢোকার ছাড়পত্র নিতে করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ পেতে হবে সবাইকে। এজন্য আজ (৭ জানুয়ারি) করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন খেলোয়াড়রা। ওয়ানডে দলের প্রাথমিক স্কোয়াডে থাকা খেলোয়াড়রা সবাই করোনা টেস্ট করিয়েছেন। ঢাকায় অবস্থান করা টেস্ট দলের কয়েকজনেরও নমুনা নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা পোস্টকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘আজ (বৃহস্পতিবার) আমরা খেলোয়াড়দের কোভিড টেস্টের নমুনা সংগ্রহ করছি। যেখানে ওয়ানডের দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদে করোনা পরীক্ষা হচ্ছে। আর টেস্ট দলের মধ্যে যারা এমুহূর্তে ঢাকায় অবস্থান করছেন, তাদের নমুনা নেওয়া হচ্ছে।’
বিজ্ঞাপন
৭ জানুয়ারি করোনা পরীক্ষা হলেও ১০ জানুয়ারির আগে টিম হোটেলে উঠতে পারছেন না খেলোয়াড়রা। সেক্ষেত্রে নিজ নিজ বাসায় বা মিরপুরের অ্যাকাডেমি ভবনে আইসোলেশনে থাকতে হবে ক্রিকেটারদের।
দেবাশীষ জানান, ‘নমুনা খেলোয়াড়দের বাসা থেকে নেওয়া হচ্ছে। যারা ঢাকায় স্থায়ীভাবে থাকেন না, তাদের নমুনা আমরা স্টেডিয়াম থেকেই নিচ্ছি। তারা নমুনা দিয়ে অ্যাকাডেমি ভবনে অবস্থান করবেন। অ্যাকাডেমি ভবনটিকে আইসোলেশন সেন্টার বানিয়েছি। যারা কোভিড টেস্টের নমুনা দিচ্ছেন, তারা নিজ নিজ বাসায় বা অ্যাকাডেমি ভবনে আইসোলেশনে থাকবেন দুই দিন। ১০ জানুয়ারি খেলোয়াড়রা হোটেলে উঠবেন। সে হিসেবে আগামী দুই দিন তারা মাঠে এসে অনুশীলনের সুযোগ পাবেন না।’
এনইউ/টিআইএস/এটি