‘ক্রিকেট বোর্ড সব ঠিকভাবে করলে কোয়াবের অভিযোগই থাকবে না’
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত কোয়াবের নির্বাচন। বর্তমানে চলছে ভোট গণনা। এদিন ভোট দিতে এসেছিলেন সকল নারী ক্রিকেটাররা। এছাড়া সাবেক অধিনায়ক তামিম ইকবালও এসেছিলেন ভোট দিতে। ভোট দেওয়া শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি।
এ সময় কোয়াবে নারী ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে তামিম জানান, ‘কোয়াবের ৯৫ শতাংশ কাজ রানিং ক্রিকেটারদের নিয়ে। যদি পেমেন্টের ইস্যু হয়, ফ্যাসিলিটি ইস্যু হয়, এগুলো কিন্তু কারেন্ট ক্রিকেটারদের নিয়েই হবে। কারেন্ট ক্রিকেটারদের মধ্যে যদি কেউ দাঁড়ায় সেটা সবচেয়ে ভালো। সুযোগ-সুবিধা, কষ্ট এগুলো ওদের চেয়ে ভালো কেউ বুঝতে পারবে না।’
বিজ্ঞাপন
অবশ্য সাবেকদের ভূমিকাও গুরুত্বপূর্ব বলে মনে করেন তামিম, ‘সাবেকরাও একইভাবে গুরুত্বপূর্ণ। যারা আগে ক্রিকেট খেলেছেন তাদের অবদানও সমানভাবে গুরুত্বপূর্ণ। তবে ৯৫ শতাংশ কাজই বর্তমানদের নিয়ে। ওদের মাঝখান থেকেও যদি প্রেসিডেন্ট হয় বা কমিটি হয় আমি খুবই ভালোভাবে নিব।’
বিজ্ঞাপন
তামিম অবশ্য চান কোয়াবের যেম কম কাজ করতে হয়, ‘আমার তো মনে হয় ওদের কোনো কাজই না থাকুক। যদি বোর্ড খেলোয়াড়দের দেখাশোনা করে, তাদের টাকাপয়সা সব দিক থেকে যদি দেখে রাখে, তাদের তো কাজ করা উচিৎ না। কী নিয়ে অভিযোগ করবে? ওদের চেয়ে বোর্ডের বেশি দায়িত্ব, ওদের সব ধরনের সুবিধা দেওয়া হোক। যেটা ওদের অধিকার, যেটা ওদের যোগ্য। ক্রিকেট বোর্ড সব ঠিকভাবে করলে তো কোয়াবের অভিযোগই করার থাকবে না। আমি আশা করব কোয়াবের তরফ থেকে কোনো অভিযোগ থাকবে না।’
এসএইচ/এএল