কোহলি-সূর্যকুমারকে ছাড়িয়ে যে রেকর্ডের শীর্ষে জিম্বাবুয়ের রাজা
দীর্ঘদিন ধরেই জিম্বাবুয়ের ভরসার এক নাম সিকান্দার রাজা। ধারাবাহিক পারফরম্যান্সের ও দলে তার গুরুত্বের ফলে অনেকেই তাকে মিস্টার জিম্বাবুয়ে ক্রিকেট বলেও ডাকেন। এবার অনন্য এক রেকর্ড গড়েছেন এই অলরাউন্ডার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি এবং সুর্যকুমার যাদবকে ছাড়িয়ে সর্বাধিক ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
সিকান্দার রাজা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭ বার প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার কীর্তি গড়েছেন। এতদিন তিনি ১৬ বার করে ম্যাচ সেরা হওয়া ভারতীয় তারকা বিরাট কোহলি এবং সুর্যকুমার যাদবের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। গতকাল (৬ সেপ্টেম্বর) হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে রাজা অসাধারণ বোলিং করেন। তার বোলিংয়ে শ্রীলঙ্কা ১৭.৪ ওভারে মাত্র ৮০ রানে অলআউট হয়, যেখানে রাজা ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন।
বিজ্ঞাপন
দারুণ পারফরম্যান্সে ম্যাচসেরা হব রাজা। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে রাজাই এখন এককভাবে সর্বাধিক ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হওয়ার মালিক। সামগ্রিকভাবে সবচেয়ে বেশিবার ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হয়ে শীর্ষে রয়েছেন মালয়েশিয়ার ভিরানদীপ সিং। ১০২ ম্যাচে ২২ বার ম্যাচসেরা হয়েছেন তিনি। তবে মালয়েশিয়া আইসিসির পূর্ণ সদস্য দেশ নয়।
বিজ্ঞাপন
টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বাধিক ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ অ্যাওয়ার্ড পেয়েছেন যারা (আইসিসি পূর্ণ সদস্য দেশ)
সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) - ১৭ বার
বিরাট কোহলি (ভারত) - ১৬ বার
সুর্যকুমার যাদব (ভারত) - ১৬ বার
মোহাম্মদ নবী (আফগানিস্তান) - ১৪ বার
রোহিত শর্মা (ভারত) - ১৪ বার।
এএল