বাংলাদেশের ক্রিকেট নিয়ে সিনেমার প্রস্তাব, নায়ক-নায়িকা কে?
বাংলাদেশ ক্রিকেটের পথচলা কয়েক দশকের। তবে দেশের ক্রিকেট নিয়ে সেই অর্থে নেই কোনো চলচ্চিত্র। সম্প্রতি একটি নির্মাতা প্রতিষ্ঠান বিসিবিকে সিনেমা বানানোর প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ ক্রিকেটের ওপর একটা সিনেমা বানাতে চায় তারা। সেটি অবশ্য বাংলাদেশ ক্রিকেটের আইসিসি ট্রফি জয় নিয়ে।
আজ এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘গতকাল আমাদের কাছে একটা সিনেমা নির্মাতা হাউজ এসেছিল। তারা একটা সিনেমা বানাতে চায়। তাদের সিনেমার বিষয়বস্তু- বাংলাদেশের আইসিসি ট্রফি জয়, ১৯৯৭ সালে কী ঘটেছিল। মিটিংয়ে আকরাম খানও ছিল।’
বিজ্ঞাপন
এরপরই আকরামকে নিয়ে বুলবুল বলেন, ‘আকরাম খানকে নিয়ে যখন কথা হচ্ছিল, তখন তিনি খুব লজ্জা পাচ্ছিলেন যে তার নায়িকা কে হবেন! কারণ তিনি অধিনায়ক ছিলেন। তার ভূমিকাটা ছিল অনেক বড়। তিনি বলছিলেন, আচ্ছা আমি না হয় সিনেমায় মাঝে মাঝে আসব, কিন্তু আমার নায়িকা কে হবে? ভাবিকে কিছু বলব না। তবে ওর চোখ, আগ্রহ ছিল অবিশ্বাস্য!’
পরে এনসিএল টি-টোয়েন্টি নিয়ে বিসিবি সভাপতি বুলবুল বলেন, ‘বাংলাদেশে বর্তমানে মাত্র একটি লিস্ট ‘এ’ টুর্নামেন্ট আছে। আমরা চাই ওয়ানডে ক্রিকেটকে আরও বিস্তৃত করতে, দ্বিতীয় একটি ৫০ ওভারের প্রতিযোগিতা আয়োজন করতে। ভারতেও একাধিক লিস্ট ‘এ’ প্রতিযোগিতা হয়। আমরাও চাই আমাদের ক্রিকেটাররা খেলার সুযোগ পাক, দেশের প্রতিটি মাঠ যেন ক্রিকেটে ভরা থাকে। খেলার ঘাটতি না থাকলে স্বাভাবিকভাবেই নতুন ক্রিকেটার উঠে আসবে।’
বিজ্ঞাপন
এসএইচ/এএইচএস