সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি সিইও। ছবি : ঢাকা পোস্ট

বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক হয়েছেন জন লুইস। তবে ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরুতে এই ইংলিশম্যানকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইংল্যান্ড থেকে আসায় ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য এই প্রক্রিয়া চাইছে না। প্রয়োজনে সরকারের দ্বারস্থ হবে বিসিবি।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টাইগার বোর্ড ঘোষণা করে, জন লুইস হচ্ছেন বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক। আপাতত স্বল্প পরিসরে তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। উইন্ডিজের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরে দায়িত্ব পালন করবেন তিনি। তবে এখনো দলের সঙ্গে যোগ দেননি লুইস।

নতুন ব্যাটিং পরামর্শকের বর্তমান অবস্থান জানাতে গিয়ে বৃহস্পতিবার গণমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের সব কিছু চূড়ান্ত পর্যায়ে আছে। কিছু প্রশাসনিক কার্যাবলি এখন শেষ করতে হবে। ফ্লাইট ও অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলো সম্পন্ন হলে অতি শীঘ্রই যোগ দেবেন।’

বর্তমানে করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এজন্য বাড়তি সতর্ক স্বাস্থ্য অধিদপ্তর। বিদেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের করোনা পরীক্ষার নেগেটিভ সনদ হাতে করে আনতে হবে। ইংল্যান্ড থেকে আসলে ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সরকার। কারণ, ইউরোপের এই দেশটি সংক্রমণের দিক থেকে আরও বেশি ঝুঁকিতে অবস্থান করছে।

লুইস নিজ দেশ ইংল্যান্ড থেকে এসেছেন। নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে হবে তাকে। সে হিসেবে উইন্ডিজ সিরিজের শুরুতে পাওয়া যাবে না। তবে বিসিবি চাইছে শুরু থেকেই লুইসকে পেতে। জাতীয় স্বার্থে কোয়ারেন্টাইন প্রক্রিয়া শিথিল করতে প্রয়োজনে সরকারের কাছে বিশেষ অনুমতি চাইবে বিসিবি।

সুজন বলেন, ‘ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রে ১৪ দিনের বিধিনিষেধ রয়েছে। আমরা সে ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলেছি। সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। বিশেষ অনুমতির জন্য আবেদন করা হয়েছে। শুধু জন লুইস নন, আরো যে কজন ব্রিটিশ স্টাফ রয়েছেন, তাদের মওকুফের (কোয়ারেন্টাইন প্রক্রিয়া) জন্য আবেদন করা হয়েছে।’

এর আগে হেড কোচ রাসেল ডমিঙ্গো সহ বেশ কয়েকজনের কোয়ারেন্টাইন শিথিল করতে সরকারকে চিঠি দিয়েছিল বিসিবি। তাতে সাড়াও মিলেছিল। এবারও সেই প্রক্রিয়ায় আগাতে চায় টাইগার বোর্ড।

সুজন জানান, ‘এটি ইতোপূর্বেও সরকার আমাদের দিয়েছিলেন। সেটা প্রক্রিয়াধীন আছে। সেটি হলে আর পরপর দুইটি কোভিড পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হলে তারা দলের সঙ্গে যোগ দিবেন।’

টিআইএস/ এটি