ছবি : বিসিবি

২০ জানুয়ারি থেকে শুরু মাঠের লড়াই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের অপেক্ষা আরো দীর্ঘ। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে দলে ফিরছেন তিনি। আগামী ১০ জানুয়ারির আগে আর অনুশীলনের সুযোগ পাবেন না। তাইতো বৃহস্পতিবার মিরপুরে হালকা অনুশীলন সেরে গেলেন এই টাইগার অলরাউন্ডার।

করোনার কারণে গত মার্চে বন্ধ হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট। এরপর ঘরোয়া টুর্নামেন্টে ফিরলেও আন্তর্জাতিক ম্যাচ খেলা হয় বাংলাদেশ দলের খেলোয়াড়দের। করোনার পুরো সময়টায় অবশ্য নিষেধাজ্ঞার মধ্যে ছিলেন সাকিব। সেই সাজার মেয়াদ শেষ করে ফিরেছেন তিনি। নেমেছিলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের লড়াইয়ে।

তবে নিজ দল জেমকন খুলনা চ্যাম্পিয়ন হলেও ফাইনাল ম্যাচে খেলা হয়নি সাকিবের। পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। সেখান থেকে গত রোববার সকাল ১০টায় বাংলাদেশে পা রাখেন এই বাঁহাতি অলরাউন্ডার।

ঘরের মাঠে আসন্ন উইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে দুই সিরিজের (ওয়ানডে ও টেস্ট) স্কোয়াডে নাম আছে সাকিবের। সেই সিরিজের জন্য জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে হবে খেলোয়াড়দের। তার জন্য বৃহস্পতিবার করোনা পরীক্ষার নমুনা দিচ্ছেন খেলোয়াড়রা।

নমুনা দিয়ে ১০ জানুয়ারি হোটেলে ওঠার আগ অবধি আইসোলেশনে থাকতে হবে খেলোয়াড়দের। এই সময়ে অনুশীলনের সুযোগ পাবেন না তারা। 

নমুনা দেওয়ার আগে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর স্টেডিয়ামে খানিক অনুশীলন সারেন সাকিব। এদিন সকাল ১০টার দিকে মাঠে আসেন তিনি। এরপর সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে খানিক আলাপচারিতা সারেন। পরে ব্যাট-বল নিয়ে কিছুক্ষণ নক করে স্টেডিয়াম ছেড়ে বের হয়ে যান সাকিব।

টিআইএস/এটি