চলমান এশিয়া কাপের শুরুটা দারুণ করেছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে গতকাল (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে লঙ্কানরা। দারুণ জয়ের ফলে বর্তমানে পয়েন্ট টেবিলের ২য় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। 

গতকাল পাওয়ার প্লে-র ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান তোলে টাইগাররা। পরে জাকের-শামীমের লড়াই শেষে ১৩৯ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। তাতেও তেমন একটা লাভ হয়নি। কেননা ৩২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় তুলে নেয় লঙ্কানরা।    

ব্যাট হাতে শ্রীলঙ্কার হয়ে রান করেন পাথুম নিশাঙ্কা এবং কামিল মিশারা। ৩২ বলে ৪৬ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মিশারা। অন্যদিকে নিসাঙ্কা ৩৪ বলে ৫০ রান করেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লঙ্কানদের প্রতিনিধি হয়ে আসেন মিশারা।

দলকে বদলে দেওয়ার ক্ষেত্রে প্রধান কোচ সনাৎ জয়সুরিয়ার কথাই জানিয়েছেন মিশারা, ‘(কোচ জয়সুরিয়া) অনেক কুল। তিনি বারবার বলেন নরমাল খেলাটা খেলতে। সুযোগ পেলে খেলা শেষ করে আসো। দারুণ কুল অবস্থা। ফলে যেভাবে চাই আমরা সেভাবে খেলতে পারি।’

মিশারা আরও বলেন, ‘প্রতিবারই নরমাল খেলাটা খেলতে চাই আমি। যখনই যাই হোক নরমাল খেলাটা খেলার চেষ্টা থাকে। তিনি (কোচ) আমাদের পূর্ণ স্বাধীনতা দেন।’

উইকেট নিয়ে মিশারা বলেন, ‘শুরুর দিকে উইকেটে সিম হচ্ছিল। পরে খুব ভালো ব্যাটিং উইকেট ছিল। (ম্যাচ জেতানো) অনেক ভালো ফিলিং। দেশের জন্য ম্যাচ। ফলে অনেক ভালো লেগেছে।’ এদিকে মাঠের বাতাস প্রসঙ্গে মিশারা বলেন, ‘হ্যাঁ মাঝেমধ্যে কঠিন হয়েছে। বড় শট খেলতে গেলে ঝামেলা হচ্ছিল। ফলে আমাকে সেন্সিবলভাবে ব্যাটিং করতে হয়েছে।’ 

এসএইচ/এএল