ভারত-পাকিস্তান ম্যাচের সম্ভাব্য একাদশ
গত এক দশকেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয় না। ফলে আইসিসি কিংবা এসিসি ইভেন্টে তাদের লড়াই দেখতে মুখিয়ে থাকেন ভক্তরা। সম্প্রতি দুই দেশের রাজনৈতিক সম্পর্কের আরো অবনতি হওয়ায়, এশিয়া কাপেও ম্যাচ বর্জনের গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত বাইশ গজের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল।
গ্রুপ পর্বের ম্যাচে আজ দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
বিজ্ঞাপন
দুবাইয়ের উইকেট সাধারণত স্লো হয়। ফলে এখানে বাড়তি সুবিধা পান স্পিনাররা। তাই স্পিন নির্ভর বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামতে পারে দুই দলই। ভারতের একাদশে দেখা যেতে পারে তিন স্পিনার। চায়নাম্যান কুলদিপ যাদব এবং রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর সঙ্গে থাকতে পারেন অক্ষর প্যাটেল।
এক বিশেষজ্ঞ পেসার নিয়ে একাদশ গড়তে পারে ভারত। তবে জাসপ্রিত বুমরাহর সঙ্গে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের মিডিয়াম পেস দলের জন্য বাড়তি পাওয়া হবে।
বিজ্ঞাপন
ভারত একাদশ (সম্ভাব্য)-
অভিষেক শর্মা, শুবমান গিল, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
পাকিস্তান একাদশ (সম্ভাব্য): সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।
এইচজেএস