ASIA CUP POINT TABLE: সুপার ফোরের দৌড়ে কে কোথায়?
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে চলছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। গত ৯ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এরই মধ্যে বেশিরভাগ দল দুটি করে ম্যাচ খেলে ফেলেছে।
গ্রুপ ‘এ’ থেকে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় ভারত। এরই মধ্যে দুই ম্যাচের দুটিতে জিতে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে ভারত। এ ছাড়া দুই ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে পাকিস্তান (ASIA CUP POINT TABLE)।
বিজ্ঞাপন
একটি করে ম্যাচ খেললেও এখনো জয়ের খাতা খুলতে পারেনি ওমান ও সংযুক্ত আরব আমিরাত। কোনো অঘটন না ঘটলে ভারতের পাশাপাশি সুপার ফোরে যেতে পারে পাকিস্তান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে, গ্রুপ অব ডেথ খ্যাত গ্রুপ ‘বি’ এরই মধ্যে জমে উঠেছে। দুটি করে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ ও হংকং। এর মধ্যে বাংলাদেশ একটি ম্যাচে জয় পেলেও হংকং এখনো জয়ের দেখা পায়নি। এ ছাড়া নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। সুপার ফোরের দৌড়েও এগিয়ে এই দুই দল।
নিজেদের সর্বশেষ ম্যাচে লঙ্কানদের কাছে হেরে সুপার ফোরের সমীকরণ কিছুটা কঠিন হয়ে গেছে টিম টাইগার্সের জন্য। কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচে আগামীকাল (মঙ্গলবার) আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল।
চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কে কোথায় আছে-
এফআই