বাংলাদেশ ম্যাচের আগে দুঃসংবাদ পেল আফগানিস্তান
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেল রশিদ খানরা। চোটের কারণে বাকি টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন আফগান পেসার নাভিন উল হক।
নাভিনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক বিজ্ঞপ্তিতে এসিবি জানিয়েছে, আফগানিস্তানের পেসার নাভিন উল হক এশিয়া কাপের এবারের আসর থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে আব্দুল্লাহ আহমাদজাইকে দলে নিয়েছে আফগানরা।
বিজ্ঞাপন
نوین الحق له اسیا جام سیالیو بهر شو د افغانستان کرکټ ملي لوبډلې تکړه او مجرب چټک توپ اچوونکی نوین الحق له اسیا جام...
Posted by Afghanistan Cricket Board on Monday, September 15, 2025
এসিবি আরও জানিয়েছে, এখনো চোট থেকে সেরে ওঠেননি নাভিন এবং এসিবির মেডিকেল টিমও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাকে খেলাতে ফিট ঘোষণা করেনি। তাই ফিট হওয়ার আগ পর্যন্ত চোট পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন নাভিন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এশিয়া কাপ স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে একাদশে ছিলেন না নাভিন উল হক। এবার চোটের কারণে এশিয়া কাপ পর্বই শেষ হয়ে গেল তার। নাভিনের পরিবর্তে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া আব্দুল্লাহ আহমাদজাইকে দল নিয়েছে আফগানিস্তান।
এদিকে, গ্রুপ অব ডেথ খ্যাত গ্রুপ ‘বি’ এরই মধ্যে জমে উঠেছে। দুটি করে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ ও হংকং। এর মধ্যে বাংলাদেশ একটি ম্যাচে জয় পেলেও হংকং এখনো জয়ের দেখা পায়নি। এ ছাড়া নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। সুপার ফোরের দৌড়েও এগিয়ে এই দুই দল।
নিজেদের সর্বশেষ ম্যাচে লঙ্কানদের কাছে হেরে সুপার ফোরের সমীকরণ কিছুটা কঠিন হয়ে গেছে টিম টাইগার্সের জন্য। কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল।
এফআই