এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ দল। যে জয়ের ফলে টিকে রয়েছে সুপার ফোরের আশা। এমন জয় প্রাপ্য ছিল বলেই মন্তব্য করলেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

গতকাল আবাুধাবিতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, 'অবশ্যই এই ধরনের একটা জয় তো এশিয়া কাপে খুব দরকার ছিল... একটা পথ দেখা যাচ্ছে। আশা করি ১৮ তারিখের একটা ফলাফল দেখে আমরা সেকেন্ড রাউন্ডে গিয়ে ভালো ক্রিকেটটা খেলতে পারব।'

'এখানে সবার অবদান সমান। এটা টোটাল টিম এফোর্ট এবং টিম পারফরম্যান্স। এবং আমি মনে করি যে একটা সুযোগ তৈরি হয়েছে, এখন অপেক্ষায় আছি যদি সেকেন্ড রাউন্ডে যাই, ইনশাআল্লাহ এভাবে খেলতে থাকলে পরের রাউন্ডে ভালো খেলবে।'-যোগ করেন তিনি।

চার ওভারে মাত্র ১১ রান দিয়ে দুই উইকেট নেয়ায় ম্যাচসেরার পুরস্কার জেতেন নাসুম। নান্নুও মনে করেন, শুরুতে নেওয়া দুটি উইকেট ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত, 'ম্যাচটার টার্নিং পয়েন্ট তো ওই জায়গায়... এটা টোটাল টিম এফোর্ট এবং টিম পারফরম্যান্স।'

টিম কম্বিনেশন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে নান্নু বলেন, 'টিমে যে ১৫ জন আছে ওরা সবাই ক্যাপেবল...যাকে যখন দিয়েছে ওর কাজটা ও করেছে। আমি সবকিছু মিলিয়ে বলব যে জয়টাকে জয়ের মতোই দেখি এবং ইনশাআল্লাহ এখন সুপার ফোরের ম্যাচগুলি দেখার অপেক্ষায় আছি।'

এসএইচ/এইচজেএস