ক্রিকেট থেকেও সরে যাচ্ছে অগ্রণী ব্যাংক
ফুটবলে দীর্ঘদিন ধরে দিন ধরে অগ্রণী ব্যাংক দল গড়েছে। যে দল থেকে অনেক তারকা ফুটবলার উঠে এসেছে। তবে সবশেষ গেল দুই মৌসুম আগে বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগে দল গড়েনি অগ্রণী ব্যাংক। ফুটবলের পর এবার দেশের ক্রিকেট থেকেও সরে যাওয়ার পথে সংস্থাটি।
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলেছিল অগ্রণী ব্যাংক। আগামী মৌসুমের জন্যও খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করেছিল দলটি। তবে দুই দিন আগে ১৫ সেপ্টেম্বর বিসিবির কাছে চিঠি দিয়েছে এই প্রতিষ্ঠানটি। যেখানে তারা জানিয়েছে- কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, এ মৌসুমে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করবে না।
বিজ্ঞাপন
সেই চিঠিতে অগ্রণী ব্যাংক লিখেছে-
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব বিসিবি কর্তৃক আয়োজিত বিভিন্ন ধরণের ক্রিকেট লিগে অংশগ্রহণ করে আসছে। সর্বশেষ ২০২৪-২০২৫ মৌসুমে আয়োজিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও অংশগ্রহণ করেছে। কিন্তু ২০২৫-২০২৬ মৌসুমে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশগ্রহণ করতে অগ্রণী ব্যাংক পিএলসি, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, এ মৌসুমে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করবে না।
বিজ্ঞাপন
এমতাবস্থায়, উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী ২০২৫-২০২৬ মৌসুমে বিসিবি আয়োজিত লীগে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করবে না মর্মে বিষয়টি বিসিবি কর্তৃপক্ষকে অবহিত করা হলো এবং এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
২০১৭‑১৮ মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার পর অবনমিত হয় অগ্রণী ব্যাংক। ২০২২ সালে প্রথম বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়ে পুনরায় প্রিমিয়ার লিগে উঠে আসে ক্লাবটি। সাম্প্রতিক বছরগুলোতে ক্লাবটি ধারাবাহিকভাবে উন্নতি করছিল। বিশেষ করে সুপার লিগ ও র্যাঙ্কিং‑পর্বেও উত্তীর্ণ হয়েছে দলটি। কিন্তু তাদের সরে যাওয়ার সিদ্ধান্ত ঘরোয়া ক্রিকেটের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা হয়ে এসেছে।
এসএইচ/এএল