পাকিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ
সুপার ফোর আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে দলে দুটি পরিবর্তন এনেছিল ভারত। রোববার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই ম্যাচের আগে আলোচনায় কেমন হতে পারে টিম ইন্ডিয়ার একাদশ।
ভারতীয় বেস কিছু গণমাধ্যম জানিয়েছে, ওমানের বিরুদ্ধে ম্যাচে যে দুই ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছিল তারা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে একাদশে ফিরবেন। এছাড়া আরও একটি পরিবর্তন আসতে পারে ভারত দলে। একনজরে দেখে নিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কারা ভারতের একাদশে থাকতে পারেন-
বিজ্ঞাপন
ভারতের উদ্বোধনী জুটিতে অভিষেক শর্মা আর শুভমান গিল যে থাকছেন তা নিশ্চিত। অভিষেক গ্রুপ পর্বে তিন ম্যাচেই রান করেছেন। তবে দলের সহ অধিনায়ক গিল এখন পর্যন্ত বলার মতো ইনিংস খেলতে পারেননি। তাই কিছুটা চাপে থাকবেন তিনি। তিন নম্বরে যথারীতি ফিরবেন তিলক ভার্মা।
বিজ্ঞাপন
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব চার নম্বরে ব্যাট করবেন। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে রান করা এই ব্যাটারের ওপরই নির্ভর করবে ভারতের ইনিংসের এগিয়ে যাওয়া। তার পরই নামবেন সাঞ্জু স্যামসন। ওমানের বিরুদ্ধে তিনে নামলেও পাকিস্তানের বিপক্ষে তার পাঁচে খেলার সম্ভাবনাই বেশী।
চলতি আসরে বল হাতে দারুণ করছেন হার্দিক পান্ডিয়া। তিনি, শিভম দুবে আর রিঙ্কু সিং ছয় থেকে আট নম্বরের মাঝে ব্যাট করবেন। ওমানের বিরুদ্ধে সবশেষ ম্যাচে অক্ষর প্যাটেল মাথায় চোট পেয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে তার খেলা অনিশ্চিত। অক্ষর না খেললে রিঙ্কুর খেলার সম্ভাবনা বেশি।
এক্ষেত্রে অলরাউন্ডার শিভম দুবে ব্যাটিং অর্ডারে আরও নিচে নামতে পারেন। ম্যাচের পরিস্থিতি মিলিয়েই পান্ডিয়া, দুবে ও রিঙ্কুকে খেলাবে ভারত। পরের তিনটি জায়গা স্পেশালিস্ট বোলারদের। যেখানে কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তীর খেলা প্রায় নিশ্চিত। রিঙ্কুকে না খেলালে হারশিত রানা বা আর্শদীপ সিংকে খেলাবে ভারত।
এএল