ফুটসালে অভিষেক গোল আজিমের, কমেছে পরাজয়ের ব্যবধান
এশিয়ান ফুটসাল বাছাই টুর্নামেন্টে আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ছিল। স্বাগতিক মালয়েশিয়া ৭-১ গোলে বাংলাদেশকে পরাজিত করেছে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশের হয়ে ফুটসালে প্রথম গোল করেন ফায়েদ আজিম।
দেশের হয়ে প্রথম গোল করা একটা ইতিহাসের অংশ। ১৯৭৩ সালে মালয়েশিয়ায় মারদেকা কাপে বাংলাদেশের হয়ে প্রথম গোল করেছিলেন এনায়েতুর রহমান। ফুটবলের আরেক রূপ ফুটসালে প্রথম গোল করে ইতিহাসে নাম লেখালেন ফায়েদ আজিম।
বিজ্ঞাপন
বাংলাদেশ পুরুষ ফুটসালে আন্তর্জাতিক পথচলা শুরু করেছে গত পরশু ইরানের ম্যাচ দিয়ে। ১৩ বারের এশিয়ান চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষে বাংলাদেশ ১২-০ গোলে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে পরাজয়ের ব্যবধান কমেছে। প্রথমার্ধে মালয়েশিয়া ১-৩ গোলের লিড ছিল। দ্বিতীয়ার্ধে আরো ৪ গোল হজম করে বাংলাদেশ।
২৪ সেপ্টেম্বর বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। বাছাই পর্বের আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্স আপ আগামী বছর ফুটসাল এশিয়া কাপে খেলবে। প্রথম দুই ম্যাচ হারায় বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে।
বিজ্ঞাপন
এজেড/এইচজেএস