বাংলাদেশের ৫ ক্যাচ মিস ভারতের, চাপে ফিল্ডিং কোচ
গতকাল বুধবার বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। সহজেই ম্যাচ জিতলেও বেশ কিছু ক্যাচ মিস করেছে সূর্যকুমার যাদবের দল। গতকাল পাঁচটি ক্যাচ ফেলেছেন ভারতের ফিল্ডাররা! আর চলমান আসরে সবমিলিয়ে ১২টি ক্যাচ ফেলেছেন তারা। তাই ফিল্ডিং কোচ টি দিলীপের বেশ চাপে আছেন।
অবশ্য আসরের মাঝপথে ফিল্ডিং নিয়ে বেশ আশাবাদী ছিলেন দিলীপ। তিনি বলেছিলেন, 'দুবাইয়ের আলোর সঙ্গে আমরা মানিয়ে নিয়েছি। সে কারণেই ভালো ফিল্ডিং হচ্ছে।' তার ওই সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ হওয়ার পর থেকেই যেন ভারতের ফিল্ডিংয়ের অবনতি হচ্ছে!
বিজ্ঞাপন
দিলীপ আরো বলেছিলেন, 'সারা জীবন আমাদের বলা হয়েছে ক্যাচ ওঠার সময় বলের থেকে চোখ না সরাতে। চোখ সরে গেলেই আমরা ভয় পেয়ে যাই। তাই ফিল্ডিংয়ে কিছু বৈচিত্র এনেছি। এর ফলে বল থেকে মুহূর্তের জন্য চোখ সরলেও, ক্যাচ হাতে পড়ার আগে যথেষ্ট সময় থাকবে।'
আদতে অবশ্য হচ্ছে এর উল্টো। বলের গতিপথে অনেক আগেই ফিল্ডারেরা পৌঁছে যাচ্ছেন। হাতের ক্যাচও বের হয়ে যাচ্ছে। মাঠে শিশিরও পড়ছে কম। তা হলে কেন ক্যাচ মিস হচ্ছে, সেটা খুঁজে বের করাই এখন দিলীপের আসল চ্যালেঞ্জ।
বিজ্ঞাপন
এদিকে গতকালকের ম্যাচের পর স্পিনার বরুণ চক্রবর্তী বলেছনে, 'বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দলটা বেছে নেওয়া হয়েছে। ফিল্ডিংয়ে অনেক উন্নতি করতে হবে আমাদের। নিশ্চিত ভাবেই ফিল্ডিং কোচ জবাবদিহিতা নেবেন। আগের ম্যাচের পর বিশেষ কিছু বলেননি। এই ম্যাচের পর জবাব দিতে হবে।'
এইচজেএস