বাংলাদেশের বিপক্ষে যে একাদশে নামতে পারে পাকিস্তান
এশিয়া কাপের সুপার ফোরে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। খাতাকলমে সুপার ফোর হলেও এটি রূপ নিয়েছে অলিখিত সেমিফাইনালে। চলতি আসরে পাকিস্তানের ব্যাটসম্যানদের গড় ২০, স্ট্রাইক রেট ১১৯। স্পষ্ট বোঝা যাচ্ছে, পাকিস্তান ব্যাটিংয়ে সেরাটা দিতে পারছে না। এ অবস্থায় আজ সম্ভাব্য সেরা একাদশ নিয়ে নামতে চাইবে দলটি।
দুবাইয়ে হতে যাওয়া এই ম্যাচে জয়ী দল ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে। বাঁচামরার এই ম্যাচে পাকিস্তানের হয়ে আজও ওপেন করবেন ফখর জামান ও সাহিবজাদা ফারহান। সাইম আইয়ুব ওপেনিংয়ে টানা তিন ম্যাচে শূন্য করার পর তাকে ওপেনিং থেকে সরিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। ফখর-ফারহান ওপেনিং জুটিতে তুলনামূলক ভালো করছেন।
বিজ্ঞাপন
সর্বশেষ দুই ম্যাচে পাকিস্তানের ওপেনিং জুটি ছিল ২১ ও ৪৫ রানের। তিনে খেলা সাইম ব্যাটিংয়ে ভালো না করায় আজ তাকে একাদশ থেকে বাদ দিতে পারে পাকিস্তান। এশিয়া কাপে ৫ ম্যাচে ৩ শূন্যসহ মাত্র ২৩ রান করেছেন সাইম। তবে নতুন বলে সাইমের বোলিং কাজে লাগতে পারে পাকিস্তানের। বিশেষ করে বাংলাদেশের ওপেনিংয়ে একজন বাঁহাতি থাকায় সাইমকে কাজে লাগাতে পারে পাকিস্তান।
বিজ্ঞাপন
পাকিস্তানের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা মিডল অর্ডার। অধিনায়ক সালমান আগার ব্যাটে রান নেই। মোহাম্মদ হারিসও ভরসা হয়ে উঠতে পারছেন না। এমনকি তার ব্যাটিং অর্ডারও অনিশ্চিত। ইএসপিএন ক্রিকইনফোর ভিডিও বিশ্লেষণে ভারতের বিশ্লেষক আকাশ চোপড়ার চাওয়া, হারিসকে ব্যাটিং অর্ডারে আরও ওপরে আনা হোক।
শ্রীলঙ্কার বিপক্ষে গত ম্যাচে পাকিস্তানকে বাঁচিয়েছিলেন হুসেইন তালাত ও মোহাম্মদ নেওয়াজ। আজও বাংলাদেশের বিপক্ষে তারাই পাকিস্তানের ভরসা। সাইমকে বসানো হলে মিডল অর্ডারে খুশদিল শাহ বা হাসান নেওয়াজকে খেলাতে পারে পাকিস্তান। খুশদিলকে দলে নেওয়ার সুবিধা, বাঁহাতি স্পিনটাও করতে পারবেন তিনি।
পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ফাহিম আশরাফের খেলা অনেকটাই নিশ্চিত। বিশেষজ্ঞ পেস বোলার হিসেবে খেলবেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। স্পিনার হিসেবে তো আবরার আহমেদ আছেনই। মোটামুটি এটাই হতে পারে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের একাদশ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।
এএল