পাকিস্তানের উদযাপনের জবাবে যা করলেন ভারতের ক্রিকেটাররা
জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপের এবারের আসর। যেখানে ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ফাইনাল ম্যাচকে ভারত যেন জবাব দেওয়ার মঞ্চ হিসেবেই বেছে নিয়েছিল। যেমন পাকিস্তানের ইনিংস চলাকালীন সময় হারিস রউফকে পাল্টা জবাব দেন জাসপ্রিত বুমরাহ। আবরার আহমেদকেও ছাড়েনি ভারত। ম্যাচের পর আবরারের উচ্ছ্বাস প্রকাশের ধরনকে নকল করেন ভারতের তিন ক্রিকেটার।
ম্যাচের পর মাঠেই উদযাপনে মেতে ওঠেন ভারতের ক্রিকেটারেরা। একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ উদযাপন করতে থাকেন। তখনই দেখা যায়, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন জিতেশ শর্মা, আর্শদীপ সিং এবং হারশিত রানা। আবরারের ভঙ্গি নকল করে মাথা নাড়াতে দেখা যায় তাদের।
বিজ্ঞাপন
কোনো ব্যাটারকে আউট করলে দাঁড়িয়ে গিয়ে ঘাড় নাড়িয়ে বিশেষভাবে উদযাপন করেন আবরার। ঘাড়টা এমনভাবে নাড়ান, মনে হয় ব্যাটারকে বলছেন, ‘যাও, সাজঘরে ফিরে যাও’। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে ম্যাচেও এই কাজ করেছিলেন তিনি।
বিজ্ঞাপন
এমনকি এবারের এশিয়া কাপেও বিতর্কে জড়িয়েছেন আবরার। শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আউট করে শ্রীলঙ্কার বোলারের কায়দা নকল করে উদযাপন করেছিলেন। জবাব দেন হাসারাঙ্গাও। তিনিও পাকিস্তানের এক ব্যাটারকে আউট আবরারের উদযাপনের ভঙ্গি নকল করেন।
এদিকে এর আগে ম্যাচের মাঝে বুমরাহ জবাব দিয়েছিলেন রউফকে। তখন পাকিস্তানের ইনিংসের ১৮তম ওভার চলছিল। দ্বিতীয় বলে বুমরাহকে চার মেরেছিলেন রউফ। তৃতীয় বলে ছয় মারতে গিয়েও ব্যর্থ হন। চতুর্থ বলে ইয়র্কার দেন বুমরাহ। কোনোমতে ব্যাটে বল লাগান রউফ। পঞ্চম বলে আবার ইয়র্কার দেন বুমরাহ। এবার চালিয়ে খেলতে গিয়ে অফস্টাম্প উড়ে যায় পাকিস্তানের ব্যাটারের।
এরপর হাসিমুখে ডান হাত দিয়ে ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’ করেন বুমরাহ। তার উচ্ছ্বাস দেখে মনে হয়েছে, বিমান মাটি থেকে উড়েই সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। অর্থাৎ, রউফকে আউট করে তার কায়দাতেই উদযাপন করেন বুমরাহ। এর আগে সুপার ফোরে দর্শকদের উদ্দেশে ঠিক এভাবেই উদযাপন করেছিলেন রউফ।
এএল