বিসিবিতে নির্বাচনী আবহ, ব্যানার টানিয়ে প্রার্থীদের প্রচারণা
একদিন বাদেই (৬ অক্টোবর) বিসিবির নির্বাচন। যা নিয়ে দেশের ক্রিকেটে কম নাটক হয়নি। এখন পর্যন্ত তামিম ইকবালসহ অন্তত ১৭ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তাদের পক্ষ থেকে আবার নতুন করে তফসিল ও সময় পেছানোরও দাবি আসছে। গতকাল (শনিবার) সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বললেন, নির্বাচন নিয়ে উভয়পক্ষের এই নাটকের নামও ‘কে সত্যি, কে মিথ্যা’। এর ভেতর চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণাও।
সবকিছু ঠিক থাকলে আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তার আগে আজ (রোববার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম প্রাঙ্গণ সেজেছে বড় বড় সব পোস্টারে। বিসিবিতে নির্বাচনী আবহ বোঝাতেই প্রার্থীদের এই আয়োজন।
বিজ্ঞাপন
বিসিবির অফিস ভবনের দেয়ালে বড় করে সব প্রার্থীদের ছবি টানানো হয়েছে। যেখানে ফারুক আহমেদ, ইসতিয়াক সাদেকসহ অন্যান্য প্রার্থীদের ছবি রয়েছে। এদিকে, নির্বাচনের একেবারে সন্নিকটে থাকলেও যেমন আমেজ থাকার কথা, সেরকমটা নেই বিসিবিতে। কারণ বিসিবির নির্বাচন থেকে আগেই সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সর্বশেষ গতকাল বিসিসি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের কথা জানান আরও দু’জন। এর আগে একইদিন তামিম ইকবালসহ ১৫ জন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। বড় প্রার্থীরা না থাকায় সভাপতি পদ নিয়ে রোমাঞ্চ অনেকটাই কমেছে। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি এবং সহ-সভাপতি কারা হচ্ছেন সেটা নিয়েও তেমন নাটকীয়তার সুযোগ কম।
এসএইচ/এএইচএস