বিপিএল আয়োজনে চেষ্টার ত্রুটি থাকবে না : রাহাত শামস
মাসখানেক সময় ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে নিশ্চুপ ছিল বিসিবি। গত সোমবার বিসিবি নির্বাচনের পর নড়েচড়ে বসেছেন নবনির্বাচিত কমিটির পরিচালকরা। নতুন পরিচালকদের প্রথম সভা শেষে ইফতেখার রহমান মিঠু ডিসেম্বর-জানুয়ারিতে পরবর্তী বিপিএল আয়োজনের কথা জানিয়েছিলেন।
দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট উপযুক্ত সময়ে আয়োজনের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। বিপিএল আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে। তবে তাদের দৃশ্যমান কোনো অগ্রগতি এখনও চোখে পড়েনি।
বিজ্ঞাপন
এদিকে, বিসিবির বাংলাদেশ টাইগার্স কমিটির চেয়ারম্যান রাহাত শামস জানিয়েছেন বিপিএল নির্ধারিত সময়ে আয়োজনের জন্য চেষ্টার কোনো কমতি রাখবে না বিসিবি। আজ (বৃহস্পতিবার) সিলেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘চেষ্টার ত্রুটি থাকবে না, এখন সেটা বলতে পারছি। এখানে যারা কমিটিতে আছেন বা বোর্ডে আছেন তাদের তরফ থেকে। আর বিপিএলের যে গভর্নিং কমিটি হয়েছে, উনারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আগাবে, আমাদের যতটুকু সহায়তা লাগে আমরাও সবাই মিলে থাকব।’
তিনি বলেন, ‘বিপিএল নিয়ে যে আলোচনা, সেটা হল বিপিএলটা হবে এবং তা করার জন্য আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে যে গভর্নিং বডি গঠিত হয়েছে এবং উনারা বাকি অংশ কাজ করে যথাসময়ে উনাদের তরফ থেকে আমরা জানব।’
বিজ্ঞাপন
এসএইচ