চট্টগ্রাম বোট ক্লাবের আয়োজনে সিবিসি টি–টেন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল ও ক্লাবের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিয়ার এডমিরাল মোস্তাক আহমেদ, রিয়ার এডমিরাল মো. রুহুল মিনহাজ, কমডোর মোহাম্মদ ওয়াসিম মকসুদ এবং কমডোর মো. শফিউল আজম। সিবিসি টি–টেন ক্রিকেট টুর্নামেন্ট এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন স্পোর্টস সাব–কমিটির আহ্বায়ক ওমর এফ সিদ্দিকী আবির ও কমিটির সদস্য ক্যাপ্টেন নাজমুল আলম।

উদ্বোধনী ম্যাচে ‘কিং কোবরা’ ৩ উইকেটে ‘চিতা চার্জাস’-এর বিপক্ষে জয়লাভ করে। চট্টগ্রাম বোট ক্লাবের সেক্রেটারি কমান্ডার মো. সাব্বির হোসেন চৌধুরী, আমন্ত্রিত অতিথি ও ক্লাব সদস্যসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এবারের সিবিসি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ‘ম্যান অব দ্যা টুর্নামেন্ট’ ও ‘ম্যান অব দ্যা ফাইনাল ম্যাচ’ বিজয়ীর জন্য রয়েছে ইউএস বাংলা এয়ারলাইনসের পক্ষ থেকে আকর্ষণীয় চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম এর রাউন্ড এয়ার টিকিট।