সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভার স্পিন বল করিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাল ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে প্রথমবার এমন নজির দেখা গেল। সেটাও মিরপুর শেরে-ই বাংলার মাঠে। 

মিরপুরের কালো উইকেটে স্পিন ছাড়া বিকল্প নেই—এটা প্রথম ওয়ানডের পর আর বুঝতে বাকি ছিল না সফরকারী ওয়েস্ট ইন্ডিজের। এ কারণে দ্বিতীয় ওয়ানডের আগেই উড়িয়ে আনা হয় বিশেষজ্ঞ স্পিনার আকিল হোসেনকে। এ ছাড়া আজ দুই স্পিনার দিয়ে বোলিং ইনিংস শুরু করে ক্যারিবীয়রা। নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবার এমন ঘটনা দেখা যায়। 

শেষ পর্যন্ত স্পিনারদের দিয়েই গোটা ইনিংস শেষ করল সফরকারীরা। ওয়ানডে ক্রিকেটে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৪৪ ওভার স্পিন বোলিং করানোর রেকর্ড ছিল। যার মধ্যে ৩ বার ৪৪ ওভার স্পিন বল করিয়েছে শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসের বিপক্ষে ওমান একবার করিয়েছিল ৪৩ ওভার ৩ বল। আর শ্রীলঙ্কা ৪৩ ওভার স্পিন বল করিয়েছে ৫ বার। তবে ওয়েস্ট ইন্ডিজ এবার ৫০ ওভার স্পিন করিয়ে সবাইকে ছাড়িয়ে গেল। 

এদিন ৫ জন স্পিনারকে দিয়ে ৫০ ওভার করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এদের মধ্যে ৪ জন ছিলেন নিয়মিত স্পিনার৷ পার্ট টাইম স্পিনার আলিক আথানেজকে দিয়েও করানো হয়েছে পূর্ণ ১০ ওভার। তবে আথানেজের বিপক্ষেও তেমন আক্রমণাত্মক হতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ক্যারিয়ারে প্রথমবার পূর্ণ ১০ ওভার বোলিং করে কেবল ১৪ রানে ১ উইকেট নিয়েছেন তিনি।

এসএইচ/এফআই